lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
Last Updated 2023-09-25T12:21:54Z
সারাদেশ

ঠাকুরগাঁও পৌর এলাকার জলাবদ্ধতা নিরসন ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন বিষয়ে সংবাদ সম্মেলন

Advertisement


মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:


ঠাকুরগাঁও পৌরসভার ড্রেনেজ ব্যবস্থার উন্নতিকরণ ও জলাবদ্ধতা নিরসন সম্বলিত উদ্যোগ সমাধান বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ২৫ সেপ্টেম্বর সোমবার ঠাকুরগাঁও প্রেসক্লাব দ্বিতল ভবনের আধুনিক ভিআইপি হলরুমে এ সম্মেলনের আয়োজন করা হয়। ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজনৈতিক ফেলোবৃন্দ (২৩ তম কাস) এর আয়োজনে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রিজিওনাল ম্যানেজার মো: আলী এজাদ, প্যানেল গেস্ট দ্রৌপদী দেবী আগারওয়ালা, মামুন অর রশিদ, সালেকুল হক টুলু, রানৈতিক ফেলো কোরবান আলী, মোছা: নাজমা পারভীন, মো: আলমগীর হক প্রমুখ। 


সংবাদ সম্মেলনে জানানো হয় ইতিপূর্বে স্থানীয় সমস্যা চিহ্নিতকরণ শীর্ষক কর্মশালায় অংশগ্রহনকারীদের উত্থাপিত ”পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডের ড্রেনেজ ব্যবস্থার উন্নতিকরণ ও জলাবদ্ধতা নিরসন” বিষয়টি উঠে আসে। এ বিষয়ে উল্লেখিত ৩জন রাজনৈতিক ফেলো সরেজমিনে পরিদর্শন পূর্বক একটি রিপোর্ট তৈরী করে তা পৌরসভার মেয়র আঞ্জুমান আরা বেগমের কাছে জমা দিলে তিনি তা সমাধানের আশ্বাস প্রদান করেন। সংবাদ সম্মেলনে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের প্যানেল গেস্ট, রাজনৈতিক ফেলোবৃন্দ ও জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।