lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
Last Updated 2023-07-18T16:48:25Z
আইন ও অপরাধ

সারিয়াকান্দিতে থানা পুলিশের অভিযানে নারী সহ ৯ জন গ্রেফতার

Advertisement

মোঃ ফরহাদ হোসেন, বগুড়া প্রতিনিধি: 

বগুড়ার সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে গ্রেফতারী পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলা তদন্ত প্রাপ্ত নারীসহ ৯ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ১৭ জুলাই সোমবার দিবাগত রাতে থানা এলাকায় অভিযান পরিচালনা করে আসামীদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলেন- পৌর এলাকার কালিতলা বাগবেড় গ্রামের মৃত ইংরেজ প্রাং এর ছেলে গ্রেফতারী পরোয়ানাভুক্ত শুকুর আলী (৪০), মৃত মিন্টু প্রাং এর ছেলে নাজিম উদ্দিন(৪৫), নাজিম উদ্দিন এর স্ত্রী রোজিনা (৪০), ফুলবাড়ি ইউনিয়নের রামনগর দক্ষিনপাড়ার মৃত ওমর আলীর ছেলে আসলাম উদ্দিন মন্ডল (৪৫) ও সেলিম (৪২), পৌর এলাকার বাড়ইপাড়ার মন্টু মিয়ার ছেলে সিরাজুল ইসলাম (২৮), নারচী তরফদারপাড়ার মনিরুজ্জামানের ছেলে রাসুলৎজ্জামান রনি(৩০)। 

একই সাথে নিয়মিত মামলার তদন্ত প্রাপ্ত আসামী ফুলবাড়ী পূর্বপাড়ার মোহাম্মদ আলী মন্ডলের ছেলে সুমন (২৮), এবং গাবতলি থানাধীন দূর্গাহাটা ইউনিয়নের কৃর্তুনিয়া এলাকার মৃত খলিলুর রহমান ওরফে ফকিরা’র ছেলে এরশাদ প্রামানিক (৪৫) কে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি (তদন্ত) আশরাফুল আলম। এ বিষয়ে সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ কুমার চক্রবর্তী জানান, গ্রেফতারকৃত আসামীদের জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।