lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ৩০ জুন, ২০২৫
Last Updated 2025-06-30T04:22:23Z
ব্রেকিং নিউজ

ফেনীর সোনাগাজীতে পাঁচ শতাধিক কৃষকের মাঝে উন্নতজাতের ধানের বীজ বিতরণ করেছে কৃষক দল

Advertisement


 


গাজী হানিফ, ফেনী প্রতিনিধি :

ফেনী জেলা জাতীয়তাবাদী কৃষক দলের আয়োজনে সোনাগাজী উপজেলার পৌরসভা, সকল ইউনিয়ন ও ওয়ার্ডের প্রান্তিক কৃষকদের মাঝে উন্নত জাতের আমন ধানের বীজ বিতরণ করেছে।


রবিবার (২৯ জুন) বিকেলে সোনাগাজী পৌর মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার পাঁচ শতাধিক কৃষকের মাঝে উন্নতজাতের আমনের বীজ বিতরণ করা হয়। 


ফেনী জেলা কৃষক দলের আহবায়ক সাবেক চেয়ারম্যান জসিম উদ্দীনের সভাপতিত্বে ও সদস্য সচিব সাবেক চেয়ারম্যান শামছু উদ্দিন খোকনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সোনাগাজী উপজেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ আলম ভূঁইয়া, পৌর বিএনপির আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর, সদস্য সচিব নিজাম উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঁইয়া।


এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- কৃষক দল নেতা নূর করিম, শেখ নুরুল আনোয়ার, স্বেচ্ছাসেবক দল নেতা আবু বকর সিদ্দিক মারুফ, বিএনপি নেতা মোজাম্মেল হক মাসুদ প্রমূখ।


অনুষ্ঠানে সোনাগাজী উপজেলার প্রত্যেক ইউনিয়ন, ওয়ার্ড ও পৌরসভার প্রান্তিক পাঁচ শতাধিক কৃষকদের মাঝে  ব্রি ধান ৯৪, ব্রি ধান ১০৩, ব্রি হাইব্রিড ৬ ও ব্রিরি ধান ৭৮ এর উন্নত জাতের বীজ বিতরণ করা হয়। উক্ত বীজ দ্বারা প্রতিজন কৃষক এক বিঘা জমিতে চারা রোপন করতে পারবেন।


প্রধান অতিথি জয়নাল আবেদীন বাবলু বলেন- বিগত '২৪ এর ভয়াবহ বন্যায় এই অঞ্চলে কৃষক ও কৃষির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ক্রমবর্ধমান খাদ্য চাহিদা পূরণের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কৃষকদের মাঝে প্রণোদনা হিসেবে বিনামূল্যে উন্নত জাতের আমনের বীজ বিতরণের এই উদ্যোগ গ্রহণ করেছেন। প্রত্যাশা এতে কৃষকদের উপকার হবে।