Advertisement
আহসান,বরিশাল ব্যুরো
ভোলায় ৪ হাজার ৪শ পিচ ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে। আজ রবিবার দুপুরে ইলিশা লঞ্চঘাট সংলগ্ন এলাকা থেকে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। জানা গেছে, বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্ত বিসিজি বেইস ভোলার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১৮ জুন) দুপুরে সদর উপাজেলাধীন ইলিশা লঞ্চঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
এ সময় ইয়াবা পাঁচারকালে ৪ হাজার ৪শ পিচ ইয়াবা এবং ইয়াবা সেবনের কাজে ব্যবহৃত ফয়েল পেপারসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি মোঃ ফেরদৌস হোসেন (২৫)। সে বরিশাল জেলার সদর উপজেলাধীন চরমোনাই গ্রামের বাসিন্দা। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্যব জব্দকৃত ইয়াবা ও আটককৃত ব্যক্তিকে ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।