lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ২১ জুন, ২০২৩
Last Updated 2023-06-21T11:42:42Z
আইন ও অপরাধ

আমিনপুরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ

Advertisement

আলমগীর হুসাইন অর্থ:

আমিনপুর থানাধীন  জাতসাখিনী ইউনিয়নের আমিনপুরে পুকুরে  বিষ প্রয়োগ মাছ নিধনের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের ( পুর্বের দখলদার দের) বিরুদ্ধে। বুধবার (২১ জুন) রাতে জাতসাখিনী  ইউনিয়নের আমিনপুর বাজার সংলগ্ন মসজিদের পাশের পুকুরে এ ঘটনা ঘটে। এতে পুকুরে চাষকৃত সকল মাছ মরে ভেসে ওঠে।

স্থানীয় সুত্রে জানা যায়, জাতসাখিনী ইউনিয়নের আমিনপুর  বাজারের পাশে বিশ্ববিদ্যালয় ছাত্র মীর সানজিদ হোসেন  প্রান্ত তার বাড়ির পার্শ্ববর্তী পুকুরে মাছের খামার করেছেন। পুকুরটিতে চাষ করা  গ্লাস কার্প, সরপুটি, কাতল, রুই, বাটা, বেরিগেড, সিলভার কার্প সহ দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ। 

ভুক্তভোগী বিশ্ববিদ্যালয় ছাত্র ও তরুন মৎস্য উদোক্তা  মীর সানজিদ হোসেন প্রান্ত বলেন, দুই বছর পুর্বে আমরা আমিনপুর আমার দাদার ভিটায় বসবাস শুরু করি। আমরা গ্রামে আসার পুর্বে দাদার পুকুরটি কিছু মানুষের দখলে ছিল।পরবর্তীতে আমি আমার দাদার পুকুরটি পুন:উদ্ধার করে মাছ চাষ শুরু করি। এখানে মাছ চাষ শুরুর পর থেকে পুর্বের দখলদাররা  বিভিন্ন ভাবে আমার ক্ষতি করার চেষ্টা করে আসছে। এমনকি গতরাতে তারা আমার পুকুরে বিষ দিয়ে পুকুরে থাকা ১২-১৩ মণ মাছ ধ্বংস করেছে। আমি এই ধ্বংসাত্মক সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করা সকল সন্ত্রাসীদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি করছি।