lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ২১ জুন, ২০২৩
Last Updated 2023-06-21T11:46:17Z
দুর্ঘটনা

ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা রহিমা বেগম (৭০) বছরের বৃদ্ধার মৃত্যু

Advertisement

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলায় ট্রেনে কাটা পড়ে রহিমা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার  ২১ জুন ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানাধীন সালেহীয়া দারুসুন্নাত ফাজিল মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রহিমা বেগম ১ নং- রুহিয়া ইউনিয়নের ফরিদপুর গ্রামের মৃত দারাজউদ্দীনের স্ত্রী। 

জানা গেছে, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকা গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি রুহিয়া সালেহীয়া দারুসুন্নাত এলাকায় আসলে ট্রেনের ধাক্কায় রেল লাইনে কাটা পড়ে রহিমা বেগম। এতে বৃদ্ধা রহিমা বেগম মাথা আঘাত পায়। পরে স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয়।  রুহিয়া রেলওয়ে স্টেশন মাস্টার মোশাররফ হোসেন বলেন, ট্রেনে কাটা পড়ে রহিমা বেগম নামের এক মহিলার মৃত্যু হয়েছে বলে খবর পেয়েছি। দিনাজপুর  রেলওয়ে( জিআরপি)থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, বিষয়টি জানান, সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে জিআরপি পুলিশ পাঠানো হয়েছে। আইন অনুযায়ী বাকি কাজ সম্পন্ন করা হবে।