lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ২১ জুন, ২০২৩
Last Updated 2023-06-21T11:38:32Z
জেলার সংবাদ

মান্দায় ভিজিএফ এর চাল বিতরণ

Advertisement

আল আমিন স্বাধীন,মান্দা ( নওগাঁ) প্রতিনিধি:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২০২২-২৩ অর্থবছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায়  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার সারাদেশের ধারাবাহিকতায় নওগাঁর মান্দায় ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।

আজ বুধবার সকালে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদে ৫৭৭জন দরিদ্র, অসহায় পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয় 

উক্ত চাল বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন  তেঁতুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান এস এম মোখলেছুর রহমান কামরুল তিনি বলেন , আপনাদের ন্যায্য অধিকার আপনাদের মাঝে ইতিপূর্বে পৌঁছে দিয়েছি এবং দিতেই আছি । কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতেছি গত ঈদুল ফিতরে আপনাদের মাঝে আমরা আপনাদের ভোগান্তি যেন না হয় এজন্য ৯ ভাগে বিভক্ত করে চাল দিয়েছি । কিন্তু আপনারা আমার এবং মেম্বারের বিরুদ্ধে একটা মিথ্যা অভিযোগ দিয়েছেন আর আপনাদের যদি কোন অভিযোগ থাকে  আমাকে না বলে আপনারা আমার পরিষদ থেকে বের হয়ে গিয়ে চাল ওজনে কম করে আমার নামে মিথ্যা অপপ্রচার করাচ্ছেন । আর  তাই এইবার আপনাদের কে তিনজনকে ৩০ কেজির একটা করে চালের বস্তা দিয়ে দেওয়া হবে আপনার নিজেরা ভাগাভাগি করে নিবেন । 

তেঁতুলিয়া ইউনিয়নের সকল ওয়ার্ডের ওয়ার্ড সদস্য ও মহিলা সদস্যগণ উপস্থিত থেকে তাদের নিজ নিজ ওয়ার্ডের মানুষের মাঝে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভিজিএফ এর চাল বিতরণ সম্পন্ন করেন।