lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ১৯ জুন, ২০২৩
Last Updated 2023-06-19T09:02:49Z
কৃষি

ঝালকাঠিতে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

Advertisement

আবু সায়েম আকন, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। কৃষি প্রনোদনা কর্মসূচি ২০২২-২৩ অর্থ বছরে খরিপ-২/২০২৩-২৪ মৌসুমে উফশী আমন উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে এগুলো বিতরণ করা হয়।

আজ ১৯ জুন সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্তরে রাজাপুর উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিস এই আয়োজন করে। এসময় উপজেলার ৬ ইউনিয়নের ৮ শত কৃষকের মাঝে ৫ কেজি আমন বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু। 

এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা শাহিদা শারমিন আফরোজ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেহেরুন্নেসা পাপড়ি, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আশিক মাহমুদ, পলাশ হালদার, মো. আবুল হোসাইন আকন সহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারী।