Advertisement
সজীব আহম্মেদ রিমন, কুবি প্রতিনিধি:
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবার ১০ দিন দাপ্তরিক ছুটি পেলেও সাপ্তাহিক ছুটির কারণে তা বেড়ে দাঁড়াবে ১৬ দিন। সোমবার (১৯ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. আমিরুল হক চৌধুরী।
রেজিস্ট্রার মো. আমিরুল হক চৌধুরী বলেন, পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে আগামী ২৫ জুন থেকে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে ৬ জুলাই দাপ্তরিক ছুটি শেষ হলেও পরবর্তী দুদিন সাপ্তাহিক ছুটি থাকায় ৯ জুলাই (রবিবার) থেকে যথারীতি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও অ্যাকাডেমিক কার্যক্রম শুরু হবে।
বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো বন্ধের বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ ড. মোঃ মোকাদ্দেস-উল-ইসলাম বলেন, একটা মিটিংয়ের মাধ্যমে আমরা সকল হলের প্রাধ্যক্ষরা সিন্ধান্ত নিয়েছি আগামী ২৩ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত আবাসিক হলসমূহ বন্ধ থাকবে।
উল্লেখ্য, ২৫ জুন থেকে দাপ্তরিক ছুটি কার্যকর হলেও এর পূর্বে ২দিন সাপ্তাহিক বন্ধ থাকায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবার ২৩ জুন থেকে এ ছুটি উপভোগ করতে পারবে।