lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ২১ মে, ২০২৩
Last Updated 2023-05-21T11:04:38Z
দুর্ঘটনা

অবৈধভাব পাহাড় কাটাতে গিয়ে রামগড়ে স্কেভেটর চালক নিহত

Advertisement

ফারজানা আক্তার রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধি:                                                                                                                       খাগড়াছড়ির রামগড়ে রাতের আঁধারে পাহাড় কেটে নামার সময় স্কেভেটর মেশিন উল্টে চালকের করুণ মৃত্যু হয়েছে।

শনিবার (২০ মে) রাত ১১টার সময়  উপজেলার পাতাছড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের তালমনিপাড়া এলাকায় দুর্ঘটনা ঘটে। 

নিহতের নাম মো: মিজানুর রহমান (৩২) সে নোয়াখালী জেলার কবির হাট থানার মধ্যম সোনাদিয়া গ্রামের বাসিন্ধা নুরুজ্জামান এর ছেলে। 

জানা যায়, ২নং পাতাছড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল লতিফের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র চুক্তিভিক্তিক রাতের আঁধারে মো: ফেরদৌস নামে একব্যক্তির মালিকানাধীন পাহাড় কেটে নামার সময় স্কেভেটর উল্টেগিয়ে চালকের মাথা থেতলে যায় এতে চালক ঘটনাস্থলে মারা যায়। এর আগেও ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বালু উত্তোলনের অভিযোগে তার এক্সকাভেটর ও বালু জব্দ করা হয়েছিলো।

রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। স্কেভেটর মেশিনটি জব্দ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। 

প্রসঙ্গত, এর আগেও উপজেলার কালাডেবা, বৈদ্যপাড়া, খাগড়াবিল এলাকায় পাহাড় কাটতে গিয়ে পাহাড় ধ্বসে একাদিক ব্যক্তির মৃত্যু হয়েছিল।