lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ২১ মে, ২০২৩
Last Updated 2023-05-21T11:08:19Z
ধর্ম

শ্যামপুর কারিমিয়া হাশেমমিয়া কেরাতুল কোরআন কওমী মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্টিত

Advertisement

বাকেরগঞ্জ প্রতিনিধিঃ 

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের শ্যামপুর কারিমিয়া হাশেমমিয়া কেরাতুল কোরআন মাদ্রাসায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।২০ মে শনিবার , বাদ আসর আলহাজ্ব হযরত মাওলানা সেকান্দার আলী সিদ্দিকী পীরসাহেব কাঠিপাড়া এর ( সভাপতিত্বে) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা আলহাজ্ব মাওঃ ডঃ সিরাজুল ইসলাম (সিরাজী), প্রদান বাক্তা হিসেবে উপস্থিত ছিলেন সরা বাংলার আলওড়ণ সৃষ্টি কারী ওয়াজিন, হযরত মাওলানা মুফতি হেদায়েতুল্লাহ খান আজাদী চেয়ারম্যান জাগুয়া ইউনিয়ন পরিষদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মাওলানা আবু আবদুল্লাহ খান মাহমুদী সাবেক খাদেম মসজিদে নববী (সাঃ) মদীনা শরীফ। উক্ত ওয়াজ মাহফিলে আরও অনেক  ওলামায়ে কেরামগন কুরআন ও হাদীসের  আলোকে মূল্যবান বয়ান পেশ করেন। শ্রীরামপুর কারিমিয়া হাশেমমিয়া কেরাতুল কোরআন কওমী মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল  অনুষ্ঠানে"  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাকসুদুর রহমান,অর্ত মাদ্রাসার জমি দতা সদস্য আঃ আউয়াল হাওলাদার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ আনোয়ার হোসেন সহ অনেক ওলামায়ে কেরাম গন ও বিভিন্ন এলাকা থেকে শত শত ধর্মপ্রান মুসল্লীগন।উক্ত তাফসীরুল কোরআন মাহফিল সভা পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ এইস এম কাওসার আহমেদ, মুহাতামিম শ্যামপুর কারিমিয়া হাশেমমিয়া কেরাতুল কোরআন কওমী মাদরাসা। মাহফিল শেষে অত্র মাদ্রাসার হেফজ বিভাগের ১৩ জন হাফেজ কে পাগরী পরানো হয় এবং ৩০ জন শিক্ষার্থী কে ভালো ফলাফল এরজন্য ক্রেস্ট প্রদান করা হয় সর্বশেষ সমস্ত মুসলমান উম্মাহর শান্তি কামনায় দোয়া করে আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে মাহফিল শেষ হয়।