lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ২১ মে, ২০২৩
Last Updated 2023-05-21T09:05:40Z
অপরাধ

আমিনপুরে বসত বাড়ির সম্পত্তি জবর দখল ও গাছ কাটার অভিযোগ

Advertisement

নিজস্ব প্রতিবেদক:

পাবনা আমিনপুর থানাধীন আহাম্মদপুর ইউনিয়নের সোনাতলা গ্রামে জমিজমা কে কেন্দ্র করে বসত বাড়ির সম্পত্তি জবর দখল, গাছ এবং বাঁশ কাটার অভিযোগ পাওয়া গেছে। 

আমিনপুর থানার অভিযোগ ও ভুক্তভোগী সুত্রে জানা যায়,  সাদেক আলী মিয়ার বসত বাড়ীর সম্পত্তি জবর দখল করে গাছ কাটার সময় তিনি নিষেধ করিলে তার ভাই এর পরিবার  তাদের  ওপর অত্যাচার করে এবং বাড়ী থেকে উচ্ছেদ করার হুমকি প্রদান করে।

১৯ মে শুক্রবার অনুমান দুপুর ০৩ ঘটিকার সময় বিবাদী মো: ফাতেমা খাতুন (৫০) অভিযুক্ত মো: ছাদেক আলী মিয়ার বাড়ীর সামনে আসিয়া তার স্ত্রী আয়শা খাতুন (৫৫) এর নাম ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে। বাদীর  স্ত্রী তাহাকে গালিগালাজ করিতে নিষেধ করিলে বিবাদী তার বসত ঘরে  এলোপাথাড়ী মারপিট করে।এ ঘটনায় ভিতসন্তস্থ হয়ে ভুক্তভোগী পরিবার আইন শৃঙ্খলা বাহিনীর নিকট সহায়তা প্রার্থনা করেছেন। 

অভিযোগ তদন্তকারী কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, এটা দুই ভাই এর পরিবারের মধ্যাকার জমির মাপ নিয়ে জটিলতা দুইপক্ষ কে থানায় ডেকেছি। ইনশাল্লাহ মিমাংসা হয়ে যাবে।