Advertisement
আকন্দ সোহাগ
সারাদেশের ন্যায় জামালপুরের মাদারগঞ্জে পালিত হলো বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৩। বুধবার(৩১) মে সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে পরিষদের যমুনা সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওবায়দুর রহমান বেলাল। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিছিলের সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা মোঃ তৌফিকু্ল ইসলাম খালেকের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম জয়,কৃষি কর্মকর্তা মোঃ শাহাদুল ইসলাম,মডেল থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) ফিরোজ উদ্দিন প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।