Advertisement
মাহতাবুর রহমান, নিজস্ব প্রতিবেদক:- ❝তামাক নয় খাদ্য ফলান❞ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার আমতলীতে পালিত হয়েছে বিশ্ব তামাকমুক্ত দিবস। ৩১ মে, বুধবার সকাল ১১ টায় আমতলী উপজেলা পরিষদ চত্বরে তামাক বিরোধী র্যালি বের করে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলমের সভাপতিত্বে তামাকমুক্ত দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ কাদের মিয়া, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মজিবর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, সহকারী কমিশনার (ভুমি) আবদুল্লাহ আবু জাহের, উপজেলা নির্বাচন কর্মকর্তা সেলিম রেজা, আমতলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা একে এম মিজানুর রহমান, ফায়ারসার্ভিস স্টেশন ইনচার্জ শাহাদাৎ হোসেন, স্থানীয় সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা মাদকের কুফল তুলে ধরে বক্তব্য প্রদান করেন। বক্তারা বলেন তামাক ধ্বংসের প্রথম ধাপ। কোন ব্যক্তি মাদকাসক্ত হওয়ার পূর্বের ধাপ হল সিগারেট। ধূমপানের মাধ্যমে শুরু করে পর্যায়ক্রমে বিভিন্ন প্রকার মাদকের দিকে ঝুকে পড়ে যুব সমাজ। মাদক থেকেই শুরু হয় ইভটিজিং, ধর্ষণের মত ঘটনার। তাই মাদক নির্মূলে সবাইকে সচেতন হতে হবে। মাদকের করাল গ্রাস থেকে মুক্তি পাক সমাজ, সুস্থ সুন্দর ভাবে বেড়ে উঠুক আমাদের শিশুরা এই প্রত্যাশায় আলোচনা সভার সমাপ্তি করা হয়।