lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ২১ মে, ২০২৩
Last Updated 2023-05-21T07:28:58Z
রাজনীতি

তাড়াশে আওয়ামীলীগের কর্মি সভা অনুষ্ঠিত

Advertisement

আরিফুল ইসলাম তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতি‌নি‌ধিঃ  

সিরাজগ‌ঞ্জের তাড়াশ উপ‌জেলার দেশীগ্রাম ইউ‌নিয়‌ন আওয়ামীলীগের কর্মি সভা অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল শনিবার বিকেলে ইউনিয়নের মাঝদ‌ক্ষিনা হাই স্কুল মা‌ঠে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) আব্দুল মালেক'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় কর্মি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বাংলা‌দেশ আওয়ামীলীগের উপ‌দেষ্টা ম‌ন্ডলীর সদস‌্য ও বিজ্ঞান ও প্রযু‌ক্তি বিষয়ক উপক‌মি‌টির চেয়ারম্যান বীর মু‌ক্তি‌যোদ্ধা ড. হো‌সেন মনসুর। 

এসময় বক্তব্য রাখেন, তাড়াশ উপ‌জেলা আওয়ামীলীগের সভাপ‌তি বীর মু‌ক্তি‌যোদ্ধা খন্দকার আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক স‌ঞ্জিত কর্মকার,  সহ সভাপ‌তি র‌ফিকুল ইসলাম বাটুল, অধ‌্যক্ষ আসাদুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক শা‌হিনুর আলম লাবু, জেলা পরিষদের সদস্য শরিফুল ইসলাম তাজফুল, সগুনা ইউ‌নিয়‌ন পরিষদের চেয়ারম‌্যান জুল‌ফিকার আলী ভু‌টো, দেশীগ্রাম ইউ‌নিয়‌ন পরিষদের চেয়ারম‌্যান জ্ঞা‌নেন্দ্র নাথ বসাক,তালম ইউ‌নিয়ন আওয়ামীলী‌গের সভাপ‌তি আব্বাস উজ জামান, মাগুড়া বি‌নোদ ইউ‌নিয়ন আওয়ামীলী‌গের সভাপ‌তি আ‌তিকুল ইসলাম বুলবুল, দেশিগ্রাম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, ছাত্রলীগের সভাপতি নয়ন সরকার প্রমূখ।