lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
Last Updated 2023-04-25T11:06:34Z
অগ্নিকান্ড

সালথায় পৃথক স্থানে অগ্নিকান্ডে ৫টি ঘর পুড়ে ছাই

Advertisement

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের সালথায় পৃথক স্থানে অগ্নিকান্ডে ৫টি ঘর পুড়ে ছাই হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের খোয়াড় গ্রামে ও ১১টার দিকে সোনাপুর ইউনিয়নের গোপালিয়া গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, খোয়াড় গ্রামে রান্নাঘর থেকে আগুনের সুত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় মিলন শেখের একটি টিনের ঘর , সাজ্জাদ শেখের একটি টিনের ঘর ও মাজেদ শেখের একটি গোয়ালঘর পুড়ে যায়। এতে আনুমানিক ২লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

অন্যদিকে গোপালিয়া গ্রামে রান্নাঘর থেকে আগুন লেগে একটি টিনের ঘর, একটি গোয়ালঘর ও গোয়ালঘরে থাকা একটি গরু পুড়ে গেছে। এতে ইসমাইল হোসেনের প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

সালথা ফায়ার সার্ভিস স্টেশন লিডার মোঃ দেলোয়ার হোসেন বলেন, গোপালিয়া গ্রামে আগুণের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণ করা হয়। তিনি বলেন, খোযাড় গ্রামের আগুনের খবর আমাদের কেউ দেয়নি।