সোমবার 14 জুলাই 2025

lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
Last Updated 2023-04-25T10:13:04Z
অপরাধ

কচুয়ায় কতিপয় দুর্বিত্তের হামলায় ৬০ বছরের বৃদ্ধা গুরুতর আহত

Advertisement

 সূর্য্য চক্রবর্তী(বাগেরহাট)প্রতিনিধিঃ

কচুয়ায় পূর্ব শত্রুতার জের ধরে ঝর্ণা বেগম(৬০) নামে এক বৃদ্ধাকে পিটিয়ে গুরুতর আহত করেছে কতিপয় দুর্বিত্ত। ঝর্ণা বেগম বর্তমানে কচুয়া হাসপাতালে চিকিৎসাধীন। জানা যায় গত ২৩ মে প্রতিপক্ষ কতিপয় দুর্বিত্ত কচুয়া উপজেলার গজালিয়া ইউনিয়নের বিষারখোলা গ্রামের লুৎফর রহমান দরানীর বাড়ির উপরের একটি জায়গা দখলের চেস্টা করে। বিষয়টি জানার পর লুৎফর রহমান দরানী কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: জেসমিনা খাতুনকে জানান। কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা গজালিয়া ক্যাম্পের আইসিকে বিষয়টি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন,গজালিয়া ক্যাম্পের আইসি নিজে গিয়ে প্রতিপক্ষদের ডেকে কোনরুপ বিবাদ না করে যার যার জায়গায় শান্তিতে থাককে  বলে আসেন। কিন্তু স্বামী ও ছেলেরা বাড়িতে না থাকায় লুৎফর রহমান দরানীর স্ত্রী ঝর্ণা বেগম প্রতিপক্ষের ভয়ে বাড়িতে না এসে পাশের বাড়িতে অবস্থান করেন। বিকাল সাড়ে ৪টার দিকে ওই লুৎফর রহমান দরানীর স্ত্রী ঝর্ণা বেগম নিজ বাড়িতে আছরের নামাজ পরতে আসলে তাকে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা কতিপয় দুর্বিত্ত বেধরক মারপিট করে ফেলে রেখে যায়।পরে তার ছেলেরা খবর পেয়ে বাড়িতে এসে তাকে তাকে উদ্ধার করে কচুয়া হাসপাতালে ভর্তি করা হয়। ঝর্ণা বেগম বর্তমানে কচুয়া হাসপাতালে চিকিৎসাধীন আছে। বিষয়টি নিয়ে কচুয়া থানায় মামলার প্রস্তুতি চলছে।