Advertisement
আছমা আক্তার আখি,পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে ঈদের চতুর্থ দিনেও জমে ওঠেছে জেলার বিভিন্ন বিনোদন কেন্দ্র গুলো।
ভীড় জমাচ্ছে ছোট্ট বড় সব বয়সের মানুষেরা, পঞ্চগড় হিমালয় বিনোদন পার্ক, পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেল স্টেশনের মেইন ফটক,তেতুলিয়া ডাকবাংলো বিনোদন পার্ক, আটোয়ারি জন্মভুমি বিনোদন পার্ক,দেবীগঞ্জ শিশু বিনোদন পার্ক, পঞ্চগড় ভিতরগড় এলাকার মহারাজার দিঘী,তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট সহ আরো জেলায় অবস্থিত নানান বিনোদন কেন্দ্র হাজারো মানুষের উপচে পড়া ভীড় লক্ষ করা গেছে।
এই সব বিনোদন মুলক জায়গা গুলোতে ঈদের দিন বিকেল থেকে শুরু করে আজ ঈদের চতুর্থ দিন অব্দি ছোট বড় সব বয়সের মানুষের পরিবার পরিজনদের কে সাথে নিয়ে সময় কাটাতে দেখা গেছে।
তেতুলিয়া উপজেলার ডাকবাংলো বিনোদন কেন্দ্রের ব্যবসায়ী মোঃ হাবিব ইসলামের সাথে কথা হলে তিনি গণমাধ্যমকর্মীদের কে জানান, আগের বৎসর করোনার জন্য বিনোদন কেন্দ্রগুলোতে তেমন মানুষের ভীড় ছিলো না, তবে এবার অনেক মানুষের ভীড় লক্ষ করা যাচ্ছে আমাদের ও বেচা বিক্রি ভালো হচ্ছে, আশা করি ব্যবসায় এবার আমাদের কিছুটা লাভ থাকবে।
পঞ্চগড় হিমালয় বিনোদন পার্কের একটি ৮ বসরের শিশু সাদিয়ার সাথে কথা হলে বলেন আমি আমার বাবা- মা ও পরিবারের সাথে ঈদ উপলক্ষে ঘুরতে এসেছি অনেক ভালো লাগছে এখানে এসে।