lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ২৭ মার্চ, ২০২৩
Last Updated 2023-03-27T07:05:29Z
আইন ও অপরাধ

মান্দায় নিখোঁজের একদিন পর ভ্যান চালকের লা শ উদ্ধার

Advertisement

 

আল আমিন স্বাধীন,মান্দা ( নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর মান্দায় নিখোঁজের একদিন পর আজিজুল হক মণ্ডল (৫০) নামে চার্জার ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার (২৬ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে আন্ধারসুরা বিল এলাকায় শিবনদের বাঁধের পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

সোমবার সকালে ময়নাতদন্তের জন্য লাশটি নওগাঁ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত আজিজুল হক উপজেলার কুসুম্বা হাজীপাড়া গ্রামের মৃত পরশতুল্যা মণ্ডলের ছেলে।

আজিজুল হকের স্ত্রী বেবী বেগম বলেন, ‘প্রতিদিনের মতো গত শনিবার সকাল ৯টার দিকে আমার স্বামী আজিজুল হক ভাড়ার উদ্দেশ্যে চার্জারভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। ওই দিন সন্ধ্যার পরেও বাড়ি না ফেরায় তাঁর মোবাইলে কল দিলে তা বন্ধ পাওয়া যায়। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধ্যান পাওয়া যায়নি।

নিহতের ছেলে বেলাল হোসেন বলেন, ‘গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে আমি থানায় হাজির হয়ে বাবার নিখোঁজ হওয়ার বিষয়ে একটি জিডি (সাধারণ ডায়েরি) লিখে নিচ্ছিলাম। জিডি লেখা শেষে ডিউটি অফিসারের স্বাক্ষর নিতে গিয়ে জানতে পারি আন্ধারসুরা বিলের বাঁধের পাশে একটি মরদেহ পড়ে আছে। পরে ঘটনাস্থলে গিয়ে সেটি বাবার লাশ সনাক্ত করি।

ছেলে বেলাল হোসেন আরও বলেন, বাবার লাশ সেখানে পড়ে ছিল সেখান থেকে অন্তত ৫০ গজ দুরে তাঁর পরনের লুঙ্গি, স্যাণ্ডেল ও মানিব্যাগ পাওয়া যায়। চার্জারভ্যান ও মোবাইলফোনের এখন পর্যন্ত হদিশ মেলেনি।

মান্দা থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী মাসুদ জানান, গতকাল রাত সাড়ে ১০টার দিকে আন্ধারসুরা বিলের শিবনদের বাঁধের পাশ থেকে আজিজুল হক নামে এক ভ্যান চালকের লাশ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আজিজুল হককে শ্বাসরোধে হত্যা করে তাঁর ভ্যান ও মোবাইল ফোন ছিনিয়ে লাশটি ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।

ওসি তদন্ত আরও বলেন, ময়নাতদন্তের জন্য সোমবার সকালে লাশটি নওগাঁ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।