Advertisement
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা দক্ষিন সিটির কাপ্তানবাজারের জয়কালী মন্দিরের কাছের বাজারে টিনশেড ঘরে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৭টি ইউনিট কাজ করতেছে। ২৭ মার্চ সোমবার রাত ৩টা ২০ মিনিটের দিকে আগুন লেগেছে বলে জানা গেছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, রাজধানীর কাপ্তানবাজারের জয়কালী মন্দিরের কাছে বাজারের টিনশেড ঘরে আগুন লেগেছে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তীতে আরও তিনটি ইউনিট যোগ দেয়। আগুন নিয়ন্ত্রণে এখন কাজ করছে সাতটি ইউনিট। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।