Advertisement
পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড় হাড়িভাসা ইউনিয়নের ভুজারীপাড়া গ্রামে চাচা কর্তৃক ভাতিজা মোঃ আশরাফুল, তার বউ মোছাঃ আমেনা বেগম, ও মেয়ে মোছাঃ আসমা কে জীবননাশের হুমকি এবং দেশীয় অস্ত্র দিয়ে গুরুতর জখম করেছে চাচা মোঃ বাবুল হোসেন (৫২),
এ বিষয়ে ভুক্তভোগী মোঃ আশরাফুল( ৩৮), বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় একটি জিডি করেছেন।
মোঃ আশরাফুল জানান তার বাবার পৈত্রিক সম্পত্তি জমির উপর বিভিন্ন প্রজাতির গাছ রোপন করা হয়েছে। পৈত্রিক সম্পত্তির মালিক হিসেবে মোঃ আশরাফুলের , চাচা মোঃ বাবুল হোসেন এর কাছে কর্তন করা গাছের ভাগ দাবি করলে মোঃ বাবুল হোসেন, আশরাফুলের উপর ক্ষিপ্ত হয়ে মোঃ বাবুল(৫২) তার স্ত্রী সুফিয়া (৪৫) ও দুই ছেলে মানিক (২৫) শরিফ( ২০) মৃত সুরুজ্জামান এর ছেলে আসাদ ( ২৮), জাহিরুলের স্ত্রী ময়না, মৃত মজির উদ্দিন এর ছেলে আবুল (৪৮) , আবুলের স্ত্রী জবেদা( ৪৫),আবুলের ছেলে শাহিন (৩০), শাহিনের স্ত্রী শিরিন (২৫),এরা সবাই মিলে।
ভুক্তভোগী মোঃ আশরাফুল ও তার পরিবারের উপর দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি হামলা চালায়। এতে করে আশরাফুল, ও তার স্ত্রী আমেনা বেগম, মেয়ে আসমা গুরুতর যখন হন, আশরাফুল সহ তার পরিবার বর্তমানে পঞ্চগড় সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আশরাফুল জানান আমার জনবল নেই বলে আমার চাচা মোঃ বাবুল হোসেন, তার ছেলেদেরকে নিয়ে আমার এবং আমার পরিবারের উপর অন্যায় ভাবে বারবার হামলা চালায়। এবার আমি আর সহ্য করতে না পেরে আইনের স্বর্ণপর্ণ হয়েছি। বাবুল ও তার পরিবারের অত্যাচারে বর্তমানে আমি বাসায় থাকতে পারছি না দেশীয় ধারালো অস্ত্র নিয়ে আমাদেরকে মারার জন্য তারা দলবদ্ধ হয়ে ঘুরে বেড়াচ্ছে।
আমি এদের ভয়ে যেখানে সেখানে পালিয়ে থাকবো কতদিন। তাই আমি প্রশাসনের কাছে করজোড়ে মিনতি করছি সুষ্ঠু বিচারের দাবিতে।