lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
Last Updated 2023-03-02T18:31:58Z
জাতীয়

গাজীপুরে নতুন ভোটার পৌনে ২ লক্ষ; মোট ভোটার ২৬ লাখ

Advertisement

 

মেহেদী হাসান শাহীন, গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা কাজী ইস্তাফিজুল হক আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আনিসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুনুল করিম, অধ্যাপক এমএ বারী ও মুকুল কুমার মল্লিক প্রমুখ বক্তব্য রাখেন। এসময় অনুষ্ঠান শেষে ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হয়। 

বৃহস্পতিবার (২ মার্চ) জাতীয় ভোটার দিবস উপলক্ষে আলোচনা সভায় জেলা নির্বাচন কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ জানান, গাজীপুরে ১ লাখ ৮২ হাজার ২৩৯টি নতুন ভোটারসহ মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ২৬ লাখ ২৭ হাজার ৬২১ জন। তাদের মধ্যে হিজড়া ভোটার রয়েছেন ২৬ জন।

গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ বলেন, তাদের মধ্যে ১৩ লাখ ১৬ হাজার ৫১৯ জন পুরুষ, ১৩ লাখ ১১ হাজার ৬৬ জন নারী ভোটার রয়েছেন। এছাড়া ২৬ জন রয়েছেন হিজড়া ভোটার। গাজীপুরে আগে ভোটার সংখ্যা ছিল ২৪ লাখ, ৪৫ হাজার ৩৪২ জন।

২০২২ সালে নতুন ভোটার হয়েছেন ১ লাখ ৮২ হাজার ২৩৯ জন। আগে হিজড়া ভোটার সংখ্যা ছিল ১০ জন, নতুন হালনাগাদে ১৬ জন হিজড়া ভোটার বেড়ে মোট ২৬ জন হয়েছে।

গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায় ৩ লাখ, ৮ হাজার ৩৬৩ জন, কালীগঞ্জ উপজেলায় ২ লাখ ৪২ হাজার ৭৭৪ জন, কালিয়াকৈর উপজেলায় রয়েছে ৩ লাখ ৬১ হাজার ১৯ ভোট, টঙ্গীতে ৩ লাখ ৬৯ হাজার ৬২২ ভোট, শ্রীপুর উপজেলায় রয়েছে ৩ লাখ ৯১ হাজার ১৩৩ ভোটার এবং গাজীপুর সদর উপজেলায় রয়েছে ৯ লাখ ৫৪ হাজার ৭১০ ভোট।

সর্বশেষ তথ্যানুযায়ী গাজীপুরে নতুন ভোটার হয়েছেন ১ লাখ ৮২ হাজার ২৩৯। ভোটার অগ্রগতির হার হলো ৭.০৩ শতাংশ। এছাড়া মৃত ভোটার কর্তন হয়েছে ৩১ হাজার ৫৪৭ এবং ভোটার স্থানান্তর হয়েছে ৫ হাজার ৯২৬।

৫ম জাতীয় ভোটার দিবস উপলক্ষে জেলা নির্বাচন অফিসের উদ্যোগে বৃহস্পতিবার সকালে গাজীপুর জেলা প্রশাসকের মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। পরে আলোচনা সভা ও ভাওয়াল রাজবাড়ি চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়।