Advertisement
শাজাহানপুর(বগুড়া) প্রতিনিধিঃ-বগুড়ার শাজাহানপুরে ৪ জুয়াড়ীকে আটক করেছে থানা পুলিশ।জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২মার্চ) ভোর রাত আনুমানিক পৌনে দুইটার সময় উপজেলার জোড়া পোদ্দার পাড়া গ্রাম হইতে একসেট DON USA GOLD Playing Cards ও নগদ ২হাজার ৫শত টাকাসহ জুয়া খেলার সময় উপজেলার জোড়া তালপুকুড় এলাকার দুলুর ছেলে মো. আইয়ুব আলী (২৮), আব্দুল কুদ্দুসের ছেলে মো. সুমন প্রাং (২১), ইনছানের ছেলে মো. সাগর আলী (২৩),হাসেনের ছেলে আব্দুল মতিন (৩০)কে হাতেনাতে আটক করে অভিযানকারী দল।
এবিষয়ে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ( ওসি ) আব্দুল কাদের জিলানী বলেন, থানায় জুয়া আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে ।