Advertisement
মেহেদী হাসান শাহীন, গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর সদরে মাদকসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভক্ত ২৪ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ; যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ৬ জন রয়েছে।
বৃহস্পতিবার (২ মার্চ) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারি কমিশনার মো. আসাদুজ্জামান।
মো. আসাদুজ্জামান আরো বলেন, বুধবার মেট্রোপলিটন পুলিশের একাধিক থানা ও গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিসহ বিভিন্ন মামলায় ২৪ আসামিকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে চারটি ছুরি জব্দ করা হয়।
গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানোর কথা জানিয়েছে পুলিশ।