lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
Last Updated 2023-03-28T16:00:28Z
জেলার সংবাদ

বাউফলে টিনের বেড়া দিয়ে পথে বেড়া, ভোগান্তিতে অর্ধশত পরিবার !

Advertisement

 

মোঃ রিয়াজুল ইসলাম, পটুয়াখালী প্রতিনিধি : 

পটুয়াখালীর বাউফলের ৮নং মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামে টিনের বেড়া দিয়ে যাতায়েতের পথ অবরুদ্ধ করার অভিযোগ উঠেছে রিয়াজ মৃধা'র বিরুদ্ধে।

বিভিন্ন সূত্রে জানায়, ওই গ্রামের সিদ্দিক মৃধার সাথে বিভিন্ন বিষয় নিয়ে রিয়াজ মৃধা'র দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। সেই বিরোধের জের ধরে রবিবার(২৬ মার্চ) সিদ্দিক মৃধা'র বাড়ির প্রবেশপথে ৩টি বেড়া দিয়ে যাতায়াত বন্ধ করে দেন রিয়াজ মৃধা। 

সিদ্দিক মৃধা বলেন, পূর্ব বিরোধের জের ধরে প্রতিশোধ নিতে বেড়া দিয়ে আমাদের যাতায়াত পথ বন্ধ করে দিয়েছেন রিয়াজ মৃধা। এতে আমাদের বাড়িসহ প্রায় অর্ধশত পরিবারের জিম্মি হয়ে পড়েছি। গ্রামের অনেক শিক্ষার্থীই এই পথ দিয়ে আর যাতায়াত করতে পারছে না। 

ওই বাড়ির আরেক ভুক্তভোগী অবসরপ্রাপ্ত প্রকৌশলী দলিল উদ্দিন বলেন, এভাবে পথ আটকে দেয়ায় আমরা ভোগান্তিতে পড়েছি। 

অভিযোগ অস্বীকার করে রিয়াজ মৃধা বলেন, আমার সম্পত্তির উপর দিয়ে সিদ্দিক মৃধা বাড়ির রাস্তা নির্মাণ করেছেন। এখন আর আমি আমার জমির ওপর দিয়ে কাউকে চলাচল করতে দিব না। 

মদনপুরা ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন, আমার কাছে কেউ অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। 

বাউফল থানার ওসি আল মামুন বাংলাদেশ প্রকাশকে বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।