lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
Last Updated 2023-02-28T06:54:06Z
ব্রেকিং নিউজ

নড়াইলের মাউলি ইউনিয়নের হিন্দুদের ফেলে রাখা জমি ভুমি দর্স্যুদের দখলে

Advertisement


 

নিজস্ব প্রতিনিধি:-বাংলাদেশ স্বাধীনের আগে ও পরে মাওলি ইউনিয়নের অনেক হিন্দু পরিবার তাদের জন্ম ভিটা পাটি ছেড়ে প্রতিবেশি দেশ ভারত চলে গিয়েছে। তাদের কেউ কেউ জমি বিক্রি করে গিয়েছে অনেকে রাতে আধারে দেশ ছেড়ে চলে গেছে। আবার কিছু পরিবার ধার দেনা হওয়ার কারনে বাড়ি ঘর ছেড়ে চলে গিয়েছে। দেশেও থাকতে পারে আবার ভারত ও চলে যেতে পারে। 


এই সকল ভিটে মাটি ছাড়া জমি গুলো এলাকার প্রভাবশালী ব্যাক্তিরা এবং কিছু চালাক প্রকৃতির দর্স্যুরা হিন্দুদের রেখে যাওয়া ভিটে মাটি বিভিন্ন মামলা করে একতর্ফা ডিগ্রি নিয়ে জমির মালিক হচ্ছে। ওই জমি গুলো ঘুষ দিয়ে নিজেদের নামে ভুয়া নামজারি করে দখল করে খাচ্ছে।  


এখনো একই ভাবে যে জমির মালিক সরকারের হওয়ার কথা। কিন্তু সরকারের চোখে ধুলো দিয়ে সরকারি আমলাদের সাহায্যে অবশিষ্ট হিন্দুরে জমি ভুমি দর্স্যুরা দখল করে রেখেছে। সরকারি ভুমি অফিসের রেজিস্ট্রারে ইচ্ছে মতো নামজারি লিখছেন সেই ভুমি দর্স্যুরা।