lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
Last Updated 2023-02-28T06:47:51Z
সাংবাদিক নির্যাতন

লালপুরে হামলায় আহত সাংবাদিকের বিরুদ্ধে ‘মামলা’ করলেন অভিযুক্ত যুবদল নেতা

Advertisement


 

নাটোর জেলা প্রতিনিধি:-নাটোরের লালপুরে সাংবাদিকের ওপর হামলার পর উল্টো সেই সাংবাদিকের বিরুদ্ধেই মামলা করেছেন অভিযুক্ত গোপালপুর পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুস সেলিম ভুবন।


গত বৃহস্পতিবার সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হন লালপুর উপজেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক ভোরের আওয়াজ প্রত্রিকার লালপুর প্রতিনিধি আতিকুর রহমান আতিক। এ ঘটনায় সাংবাদিকের পক্ষ থেকে করা মামলায় গোপালপুর পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুস সেলিম ভুবনকে প্রধান আসামি করা হয়েছিল। তবে আহত সাংবাদিকসহ দুই জনের নাম উল্লেখ করে ও ২/৩ অজ্ঞাতনামার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেছেন ওই যুবদল নেতা।


সোমবার (২৭ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছেন আব্দুস সেলিম ভুবন। তিনি জানান, মাননীয় আমলী বিজ্ঞ আদালতে সোহান আলী (৩৫) ও সাংবাদিক আতিকুর রহমানের (৩১) বিরুদ্ধে ২ লাখ ৮০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ এনে মামলা করেছেন তিনি। 


এ বিষয়ে জানতে চাইলে সাংবাদিক আতিকুর রহমান বলেন, 'গত বৃহস্পতিবার গোপালপুর রেলগেটে ওপর হামলা হয়। হামলায় আমি গুরুতর আহত হয়ে ৫ দিন লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ছিলাম। হামলার ঘটনায় ওই রাতেই আমি বাদি হয়ে লালপুর থানায় মামলা করি। মামলার প্রধান আসামি আব্দুস সেলিম ভুবন। মামলা থেকে বাঁচতে ও আমাদের হয়রানি করতে আমাদের নামে মিথ্যা মামলা করছে।