Advertisement
সজীব আহম্মেদ রিমন, কুবি সংবাদদাতা:-নাট্য সংগঠন 'থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়’-এর আয়োজনে ও সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এসিসটেন্সের(সিসিডিএ) সহযোগিতায় আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক উৎসব–২০২৩ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে উৎসবের চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়।
ইশতিয়াক আহমেদ ও গুলশান পারভীনের যৌথ সঞ্চালনায় চূড়ান্ত পর্বে আধুনিক গান, লোকসংগীত, নৃত্য, মঞ্চ নাটক ও আবৃত্তি। এই পাঁচটি বিভাগে ৩৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে সাফায়িত সিফাতের সঞ্চালনায় এবং ইশতিয়াক আহমেদের সভাপতিত্বে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এন এম রবিউল আউয়াল চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মুহাম্মদ হাবিবুর রহমান, উদীচীর কেন্দ্রীয় কমিটির সদস্য ও কুমিল্লা জেলার সভাপতি ফরিদ উদ্দিন এবং ডিস্ট্রিক্ট কালচারাল অফিসার জনাব আয়াজ মাহবুব।
বিশেষ অতিথি বক্তব্যে সিসিডিএর ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ লুৎফর রহমান বলেন, সিসিডিএ গত তিনবছর ধরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কালচার অনুষ্ঠানগুলোর সাথে জড়িত আছে। এ বিশ্ববিদ্যালয় আমাদের মজ্জার সাথে মিশে গেছে। আশা করি আমাদের সংগঠন যতোদিন থাকবে আমরা এ বিশ্ববিদ্যালয়ের সাথে কাজ করে যাবো।
বিশেষ অতিথি বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি অন্যান্য স্কিল, গুণ অর্জনের আগ্রহ জন্মাবে। আর এই আগ্রহ শিক্ষার্থীদের সামনে যে চ্যালেঞ্জিং বিশ্ব আসছে সেটাতে টিকে থাকতে সহযোগিতা করবে।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এফ এম আবদুল মঈন বলেন, শিক্ষার্থীদের এই সাংস্কৃতিক কর্মকাণ্ডগুলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গর্ব। এই সাংস্কৃতিক কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের যে ভিশন আছে সেটি অর্জনে ভূমিকা রাখবে।
উল্লেখ্য, প্রতিযোগিতায় আধুনিক গানে প্রথম হয়েছেন কে এম ইশতিয়াক রহমান, দ্বিতীয় ঐশী ভৌমিক এবং যৌথভাবে তৃতীয় হয়েছেন আসিফুল হাসান ও আল আরাফাত আমিন রাফি। লোকগীতিতে প্রথম হয়েছেন ঐশী ভৌমিক, দ্বিতীয় সানুউ মারমা ও তৃতীয় হয়েছেন কে এম ইশতিয়াক রহমান। আবৃত্তিতে প্রথম হয়েছেন রুবাইয়াত তাজবীন, দ্বিতীয় বিল্লাল হোসেন স্বাধীন ও তৃতীয় হয়েছেন অন্তা চাকমা।
এছাড়াও নৃত্যে প্রথম হয়েছেন রুমা রানী দেব, দ্বিতীয় সুবর্না মোস্তফা এবং তৃতীয় সাদিয়া সুলতানা। নাটকে প্রথম 'চিত্রাঙ্গদা' নাট্য দল এবং দ্বিতীয় হয়েছে 'গুজব' নাট্য দল।