lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩
Last Updated 2023-01-10T07:23:22Z
জাতীয়

সালথায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

Advertisement

 


বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের সালথায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ২০২৩ইং পালিত হয়েছে। মঙ্গলবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলা আওয়ামীলীগের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদের চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুড়ালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। 


উপজেলা আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রবীন আওয়ামীলীগ নেতা ইমামুল হোসেন তারা মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, বীর মুক্তিযোদ্ধা ময়নদ্দিন কাজী, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজামান বাবু, জেলা যুবলীগের সদস্য শওকত হোসেন মুকুল, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক আমিন খন্দকার, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, যদুনন্দী ইউপি চেয়ারম্যান মোঃ রফিক মোল্যা প্রমুখ। এছাড়াও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 


এসময় বক্তারা বলেন, ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে ১৯৭২ সালের এদিন তিনি সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন। 

এর আগে, ৮ জানুয়ারি পাকিস্তানের মিয়ানওয়ালি কারাগারে দীর্ঘ ৯ মাস কারাভোগের পর মুক্তি লাভ করেন তিনি। পরে তিনি পাকিস্তান থেকে লন্ডন যান। তারপর দিল্লি হয়ে ঢাকা ফেরেন বঙ্গবন্ধু। বক্তারা আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ অনেক এগিয়ে যাচ্ছে। ফরিদপুর- ২ আসনের মাননীয় সংসদ সদস্য শাহাদাব আকবর লাবু চৌধুরী এমপির নেতৃত্বে সালথা-নগরকান্দা আওয়ামীলীগ এখন আগের থেকে অনেক শক্তিশালী।