lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩
Last Updated 2023-01-10T11:46:04Z
জাতীয়রাজনীতি

আমিনপুরে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন

Advertisement


 

আলমগীর হুসাইন অর্থঃ- আমিনপুরে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৫১তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে আমিনপুর থানা আওয়ামী লীগ। আমিনপুর থানা আওয়ামী লীগের নবনির্মিত রাজনৈতিক কার্যালয়ে সংগঠনের সভাপতি ইউসুফ আলী খানের সভাপতিত্বে ও বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আমিনপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বাবুর সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী। 


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম, আমিনপুর থানা আওয়ামী লীগের সহ সভাপতি এ এম রফিকউল্লাহ, শাহীন চৌধুরী, সুষমা রানী সাহা। 


সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আমিনপুর থানার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বৃন্দ। 


অনুষ্ঠানে শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন মওলানা শরিফুল ইসলাম। পরবর্তীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 


আলোচনা সভায় বক্তারা, বাংলাদেশ সৃষ্টির পেছনে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের অবদান তুলে ধরার পাশাপাশি বাংলাদেশকে সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে তুলে ধরতে বঙ্গবন্ধুর ঐতিহাসিক কর্মকাণ্ডের  বর্ণনা প্রদান করেন। 


এ সময় বক্তারা আমিনপুর থানা আওয়ামী লীগের নতুন রাজনৈতিক কার্যালয় উপহার দেওয়ায় আমিনপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বাবু কে বিশেষ ভাবে ধন্যবাদ প্রদান করেন। সেই সাথে রেজাউল হক বাবুর নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী  কে আগামী সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী করার অঙ্গীকার ব্যক্ত করেন উপস্থিত নেতাকর্মী বৃন্দ।