lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
Last Updated 2025-12-17T07:36:59Z
ব্রেকিং নিউজ

ঈশ্বরদীতে চাচাতো ভাইয়ের গুলিতে ইউনিয়ন বিএনপির আহবায়ক নিহত

Advertisement


 আলমগীর হুসাইন অর্থ:

পাবনার ঈশ্বরদীতে ইটভাটা ব্যবসা কে কেন্দ্র করে সৃষ্ট ঝামেলার জেরে লক্ষিকুন্ডা ইউনিয়ন বিএনপির আহবায়ক  বিরু মোল্লা (৫৮) কে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে তারই আপন চাচাতো ভাই জহুরুল মোল্লার বিরুদ্ধে। ১৭ ডিসেম্বর (বুধবার) সকালে উপজেলার লক্ষিকুন্ডা ইউনিয়নের কামালপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বিরু মোল্লা কামালপুর এলাকার আবুল হোসেনের পুত্র। 


জানা যায়, ইট ভাটার ব্যবসাকে কেন্দ্র করে তাদের মধ্যে  কয়েকদিন ধরে ঝামেলা  চলছিল। তারই ধারাবাহিকতায় বুধবার সকালে জহুরুল মোল্লা তার আপন চাচাতো ভাই বিরু মোল্লাকে গুলি করে।গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 


ঘটনার সত্যতা  নিশ্চিত করেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার। তিনি জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।