Advertisement
সালাম মুর্শেদী, (পঞ্চগড়) প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় পঞ্চগড়ের আটোয়ারীতে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) সকালে আটোয়ারী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবির সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ অফিসার ডা. মোঃ হুমায়ুন কবির, উপজেলা কৃষি অফিসার মোস্তাক আহমেদ, উপজেলা প্রকৌশলী মোঃ ফয়সাল, উপজেলা উচ্চ ও মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুজ্জামান, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদ রানা, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান, ওসি (তদন্ত) মোঃ ফারুকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা পরিষদের আহবায়ক কমিটির সদস্য সচিব শেখ নুরুল হক, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগন সহ উপজেলার মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্রের অংশ হিসেবে দেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করা হয়। শহীদ বুদ্ধিজীবীদের অবদান ও ত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। তাদের আদর্শ অনুসরণ করে দেশ গঠনে সবাইকে কাজ করার আহ্বান জানান বক্তারা।
পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মাত্র দু’দিন আগে, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর রাতের অন্ধকারে ঘাতক চক্র কেবল ঢাকা শহরেই প্রায় দেড়শ’ বুদ্ধিজীবী ও বিভিন্ন পেশার কৃতী মানুষকে চোখ বেঁধে নিয়ে যায় অজ্ঞাত স্থানে। সান্ধ্য আইনের মধ্যে সেই রাতে তালিকা ধরে ধরে শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, শিল্পী-সাহিত্যিক, সংস্কৃতিসেবী ও পদস্থ’ সরকারি-বেসরকারি কর্মকর্তাদের ঘর থেকে টেনে-হিঁচড়ে বের করে নিয়ে যাওয়া হয়। পরে হত্যা করে ফেলে রাখা হয় নিস্তব্ধ ভুতুড়ে অন্ধকারে।
উল্লেখ, দিবসটি উপলক্ষে উপজেলার মির্জাপুর, ধামোর, তোড়িয়া, রাধানগর ইউনিয়নে অবস্থিত বদ্ধভূমিতে উপজেলা প্রশাসনের আয়োজনে মোমবাতি প্রজ্বলন সহ দোয়ার অনুষ্ঠানের আয়োজন করার কথা রয়েছে।


