Advertisement
নিজস্ব প্রতিবেদক:
সংসদীয় আসন পাবনা -০১ সাঁথিয়া -বেড়া আংশিক পুনর্বহাল করে হাইকোর্টের আপিল বিভাগের দেওয়া রায়কে স্বাগত জানিয়ে বেড়া উপজেলা ব্যাপী আনন্দ শোভাযাত্রা করেছে পাবনা-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডা: শফিকুর রহমানের সমর্থক বৃন্দ। ১৯ ডিসেম্বর (শুক্রবার) বিকেলে অনুষ্ঠিত আনন্দ মিছিলটি হাটুরিয়া নাকালিয়া বণিক সাড়াষিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে ভ্যান যোগে সারা উপজেলা প্রদক্ষিণ করে। এসময় আনন্দ মিছিলে উপস্থিত নেতাকর্মী'রা ডা:শফিকুর রহমানের লিফলেট বিতরণ ও বিএনপির ভোট প্রার্থনা করেন।
আনন্দ শোভাযাত্রা শেষে ডা: শফিকুর রহমানের পক্ষে সাঁথিয়া -বেড়া আংশিক আসন পুনর্বহালের দাবিতে রীট কারী জহুরুল ইসলাম বলেন, বেড়া কে চক্রান্ত মুলক ভাবে পাবনা-১ আসন থেকে আলাদা করা হয়েছিল। ডা: শফিকুর রহমান রহমান ভাই এর সার্বিক চেষ্টায় আমরা আমাদের পুর্বের আসন ফেরত পেয়েছি। আমরা আশাবাদী ডা: শফিকুর রহমান ভাই বিএনপির মনোনয়ন পেয়ে বিপুল ভোটে বিজয়ী হবে ইনশাল্লাহ।


