Advertisement
ইসমাইল হোসেন, পোরশা (নওগাঁ):
১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী পোরশা উপজেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি সকাল ৯টায় উপজেলা দলীয় অফিসে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন পোরশা উপজেলা আমির মাওলানা মোঃ সাগর আলী। তিনি শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, তাঁদের আদর্শ ও অবদান জাতি গঠনে অনুপ্রেরণা হয়ে থাকবে।
আলোচনা সভাটি সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি জনাব মোঃ শরিফুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমির মোঃ আঃ রহিমসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ সকল কর্মী সমর্থক ও আরো অনেকেই।
সভায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে দোয়া ও তাঁদের আদর্শে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।


