Advertisement
সালাম মুর্শেদী, (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারীতে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের প্লে থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) সকালে বাংলাদেশ কিন্ডারগার্টেন আটোয়ারী উপজেলা শাখার আয়োজনে আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ওই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ওই পরীক্ষায় উপজেলার আটোয়ারী আইডিয়াল স্কুল এন্ড কলেজ, আলোয়াখোয়া প্রি-ক্যাডেট স্কুল এন্ড কলেজ, হলিচাইল্ড কিন্ডারগার্টেন সহ ৮ টি কিন্ডারগার্টেনের প্রায় ২৫৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।
কেন্দ্র সচিব ও আটোয়ারী আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নিতিশ চন্দ্র বর্মণ বলেন, প্রতিবারের ন্যায় এবছরও বাংলাদেশ কিন্ডারগার্টেনের সার্বিক তত্বাবধানে এবং আটোয়ারী উপজেলা শাখার আয়োজনে এই বৃত্তি পরীক্ষা নেওয়া হয়েছে। বিষয়ভিত্তিক এই পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের মেধাকে যাচাই করতে পারে৷ তাদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি হয়। এই জন্য শিক্ষার্থীরা বইমুখি হয়৷ পরীক্ষা শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, সনদ ও ক্রেষ্ট উপহার দেওয়া হবে।


