Advertisement
সালাম মুর্শেদী, (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারীতে বিষপান করে এক গৃহবধূর আত্মহত্যার খবর পাওয়া গেছে। মৃত ওই গৃহবধূর নাম রতনা বেগম (১৮)। তিনি উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বাকডোকরা গ্রামের রবিউল ইসলামের স্ত্রী।
শনিবার (২২ নভেম্বর) রাত সাড়ে এগারোটার দিকে পারিবারিক কলহের জেরে বিষপান করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে ভর্তি করা হয় তাকে। পরে ভোর সাড়ে চারটার দিকে সেখানেই মারা যান রতনা বেগম।
জানা যায়, গত দুই বছর আগে পারিবারিক ভাবে বাকডোকরা গ্রামের ফারাজুল ইসলামের ছেলের সাথে একই ইউনিয়নের বামনকুমার গেদিপাড়া গ্রামের আমির হোসেনের মেয়ের সাথে বিয়ে হয়। বৈবাহিক জীবনে তাদের একটি মেয়ে সন্তানের জন্ম হয়। মেয়ের বয়স বর্তমানে ৮ মাস। বিয়ের কিছুদিন পর থেকেই রতনা বেগমের পরিবারে কলহ সৃষ্টি হয়। কলহের জেরে গত শুক্রবার দিবাগত রাত দশটার দিকে বিষপান করে রতনা। পরে তাকে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া। সেখানে রতনাকে ওয়াশ করে বেডে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই মারা যায় রতনা৷
আটোয়ারী উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ অফিসার ডা. মোঃ হুমায়ুন কবির জানান, রতনা বেগমকে রাতে সাড়ে এগারোটার দিকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাকে ওয়াশ করার পরে বেডে পাঠানো হয়েছিল। পরে ভোর চারটার পরে তার স্বজনরা খবর দেয় যে সে মারা গেছে।
আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম সরকার জুয়েল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের থানা পুলিশ উপস্থিত হয়। তার মৃত্যুর সঠিক তথ্য উদ্ঘাটন করতে লাশ পঞ্চগড় সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। আর লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের বের করে যথাযথ আইনের আওতায় নিয়ে আসা হবে বলে তিনি নিশ্চিত করেন।
এদিকে মৃত রতনা বেগমের স্বামী রবিউল ইসলাম, শ্বশুর ফারাজুল ইসলাম, শ্বাশুড়ী ও ভাসুর আলতাবুর রহমান পলাতক রয়েছেন।


