lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
Last Updated 2025-11-23T13:41:07Z
কৃষি

শেরপুরের ঝিনাইগাতীতে খুচরা সার ডিলারদের স্মারকলিপি: সার নীতিমালা ২০২৫ বাতিলের দাবিতে মানববন্ধন

Advertisement


 

মোঃ আরিফুল ইসলাম, শেরপুর জেলা  প্রতিনিধি: 

সার সংক্রান্ত নীতিমালা ২০২৫ বাতিলের দাবিতে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার খুচরা সার বিক্রেতারা মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছেন। রবিবার (২৩নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি হস্তান্তর করা হয়।


স্মারকলিপিতে বলা হয়—ঝিনাইগাতী উপজেলার ৭ ইউনিয়নে ৬৩ জন খুচরা সার বিক্রেতা দীর্ঘদিন ধরে নিয়মিত সার বিক্রয় করে আসছেন। কিন্তু গত ১৬ নভেম্বর প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী আগামী ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত তাদের কার্যক্রম চালু থাকবে। এরপর থেকে খুচরা সার বিক্রেতাদের ক্রয়-বিক্রয় কার্যক্রম বন্ধ হয়ে যাবে, যা ডিলারদের জীবন-জীবিকাকে মারাত্মক সংকটে ফেলবে।


ডিলাররা জানান, দীর্ঘদিনের ব্যবসায় কৃষকদের নিকট তাদের ২৫ থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত পাওনা রয়েছে। পাশাপাশি ব্যাংক, বিভিন্ন এনজিও, কোম্পানি ও মহাজনের কাছে তাদের লক্ষ লক্ষ টাকা ঋণ ও দায়বদ্ধতা রয়েছে। খুচরা সার ব্যবসা বন্ধ হয়ে গেলে তারা আর্থিকভাবে ভয়াবহ ক্ষতির মুখে পড়বেন এবং পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনে পতিত হবেন।


খুচরা সার ডিলার না থাকলে কৃষক পর্যায়ে সার সরবরাহ ব্যাহত হবে এবং কৃষি উৎপাদনেও বিরূপ প্রভাব পড়বে বলেও স্মারকলিপিতে উল্লেখ করা হয়। তাই ‘সার সংক্রান্ত নীতিমালা ২০২৫’ বাতিল করে পূর্বের নীতিমালা অনুযায়ী খুচরা সার ডিলার বহাল রাখার দাবি জানান তারা।


মানববন্ধনে বক্তব্য রাখেন, ঝিনাইগাতী সার খুচরা ডিলার অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলুল করিম, সাধারণ সম্পাদক ইমদাদুল হক ঝন্টু এবং কার্যকরী সদস্য মো. আব্দুল আলীম।