lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
Last Updated 2025-11-16T02:57:17Z
ব্রেকিং নিউজ

পঞ্চগড়ে একযোগে পাঁচ উপজেলায় জাগরণ জাতীয় বৃত্তি-২৫ অনুষ্ঠিত

Advertisement


 


সালাম মুর্শেদী, (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ে একযোগে পাঁচ উপজেলায় জাগরণ জাতীয় বৃত্তি-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৫ নভেম্বর) সকাল ১০ টায় পঞ্চগড়ের সদর, দেবীগঞ্জ, আটোয়ারী, বোদা ও তেঁতুলিয়া উপজেলায় একসাথে ওই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় জেলার পাঁচ উপজেলার বিভিন্ন প্রাইমারি ও মাধ্যমিক বিদ্যালয়ের তৃতীয় থেকে অষ্টম শ্রেণির প্রায় সাড়ে তিন হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করে। 


তেঁতুলিয়া উপজেলায় তেতুঁলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, আটোয়ারীতে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে, বোদাতে বলরামপুর উচ্চ বিদ্যালয়ে, পঞ্চগড় সদরে পঞ্চগড় বিপি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে এবং দেবীগঞ্জে দেবীগঞ্জ সরকারি কলেজে জাগরণ জাতীয় বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। 


তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মারিয়ার অবিভাবক ফয়জুল হক জানান, আমার মেয়ে স্কুলের বাইরে এবার প্রথম কোনো পরীক্ষায় অংশগ্রহণ করল। সে বৃত্তি পাক আর পাক তাতে কোনো আপত্তি নেই৷ স্কুলের বাইরে এসে প্রথমবারের মতো পরীক্ষা দিচ্ছে, এতে তার মন মানসিকতা ও মেধার বিকাশ ঘটবে এতেই ভালো লাগছে। মনে সাহস নিয়ে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে তাতেই আমার ভালো লাগছে। আমি চাই জাগরণ জাতীয় বৃত্তি পরীক্ষার কর্তৃপক্ষ প্রতিবছর এই কার্যক্রম চালু রাখুক।


অষ্টম শ্রেণির শিক্ষার্থী নিশানের অবিভাবক খাদেমুল ইসলাম জানান, আমার ছেলে এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য অনেক উদগ্রীব ছিল। মনে আনন্দ আর উচ্ছ্বাস নিয়ে পরীক্ষা দিতে এসেছে। পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য বাসায় অনেক পড়াশোনা করেছে যেটা সে আগে করতো না৷ এই পরীক্ষাকে কেন্দ্র করে আগের চেয়ে বেশি পড়াশোনায় মনোযোগী হয়৷ সামনে ফাইনাল পরীক্ষাকে সামনে রেখে এমন বৃত্তি পরীক্ষা নেয়ার চিন্তাধারা সত্যিই প্রশংসার যোগ্য। কেননা বৃত্তি পাবার আশায় যে হারে তাঁরা পড়াশোনা করে সেটা ফাইনাল পরীক্ষার প্রস্তুতিও হয় যায়। 


উল্লেখ, জাগরণ জাতীয় বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থী একটি করে সার্টিফিকেট পাবে৷ এর মধ্যে যারা সাধারণ গ্রেডে বৃত্তি পাবে তাদের জন্য থাকবে এককালীন ৩ হাজার টাকা, ট্যালেন্টপুলে যারা বৃত্তি পাবে তাদের জন্য এককালীন ৫ হাজার টাকা এবং কেন্দ্রের মধ্যে টপার পরীক্ষার্থীকে এককালীন ১০ হাজার টাকা সহ সর্বোচ্চ বৃত্তি প্রাপ্ত প্রতিষ্ঠানকে বিশেষ প্রাইজমানি দেওয়ার কথা জানিয়েছেন জাগরণ জাতীয় বৃত্তি পরীক্ষার কর্তৃপক্ষ। এবং ডিসেম্বরের ৩য় সপ্তাহে বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা দেওয়া হবে বলে নিশ্চিত করেছেন তাঁরা।