lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
Last Updated 2025-11-17T12:45:33Z
ব্রেকিং নিউজ

বেড়া'য় বিএডিসি'র ডিলারের বিপক্ষে অতিরিক্ত মুল্যে সার বিক্রয়ের অভিযোগ

Advertisement


 


আলমগীর হুসাইন অর্থ:

বেড়া'য় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে সার বিক্রয়ের অভিযোগ উঠেছে বিএডিসি' র  ডিলার আমানত ট্রেডার্সের স্বত্তাধীকারি আমানত হোসেন বাবুর বিরুদ্ধে। এছাড়াও  গোডাউনে সার থাকার পরও কৃষক কে সার না দিয়ে ফিরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। 


হাটুরিয়া বাজার এলাকার কৃষক জিলহক অভিযোগ করে বলেন,  ৩'রা নভেম্বর আমি নাকালিয়া বিসিআইসি ডিলার হাজ্বী আমজাদ হোসেন নিকট থেকে ১০৫০ টাকা দিয়ে ডিএপি সার ক্রয় করি। পরবর্তীতে ৪'ঠা নভেম্বর হাটুরিয়া বাজারের বিএডিসি ডিলার আমানত হোসেন বাবু নিকট সার আনতে গেলে তিনি ১,৪০০ টাকা নিয়েছেন।


এছাড়াও হাটুরিয়া নাকালিয়া ইউনিয়নের আরেকজন বিএডিসি'র ডিলার স্বপন ট্রেডার্স মালিক আরশেদ আলীর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।  তার বিরুদ্ধে হাটুরিয়া নাকালিয়া ইউনিয়নের ডিলার হয়ে বেড়া পৌর এলাকায় অবস্থিত দোকান থেকে সার বিতরণ ও সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে সার বিক্রয়ের অভিযোগ রয়েছে।


হাটুরিয়া নাকালিয়া ইউনিয়নের একাধিক কৃষক বলেন," আমাদের বাড়ী হাটুরিয়া নাকালিয়া ইউনিয়নে হলেও সার সংগ্রহের জন্য বেড়া পৌরসভায় যেতে হয়। এতে প্রচুর য়রানী হতে হয় আমাদের। এছাড়াও অতিরিক্ত মূল্যে সার ক্রয় করায় লোকসানের মধ্যে পরতে হচ্ছে আমাদের"। 


বিএডিসি'র ডিলার আমানত হোসেন বাবু ও আরশেদ আলী অতিরিক্ত মূল্যে সার বিক্রয়ের কথা অস্বীকার করেন। তবে অন্য এলাকা থেকে  ডিলার পয়েন্ট সড়িয়ে নেওয়ার কথা জানান স্বপন ট্রেডার্সের স্বত্বাধিকারী আরশেদ আলী।


এবিষয়ে বেড়া উপজেলা কৃষি কর্মকর্তা নুসরাত কবির বলেন, ডিলারদের বিরুদ্ধে যদি কোন অনিয়মের প্রমাণ পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। আগামীকাল সার ডিলারদের নিয়ে মিটিং আছে সকল কে জবাবদিহিতার আওতায় আনা হবে।