lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ১ নভেম্বর, ২০২৫
Last Updated 2025-11-01T15:34:04Z
ধর্ম

পলাশে আল-খিদমাহ উলামা পরিষদের উদ্যোগে ২১তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন

Advertisement


  


হাজী জাহিদ:

আল্লাহভীতি, নবীজির সুন্নাহ ও ইসলামী আদর্শে জীবন পরিচালনার আহ্বানে নরসিংদীর পলাশে অনুষ্ঠিত হয়েছে আল-খিদমাহ উলামা পরিষদ পলাশ আয়োজিত ২১তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন। শনিবার ১ নভেম্বর বাদ এশা ঐতিহাসিক কো-অপারেটিভ স্কুল মাঠে দিনব্যাপী এ মহাসম্মেলন অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল-খিদমাহ উলামা পরিষদ পলাশের সভাপতি  শাইখুল হাদিস হযরত মুফতি আব্দুর রহিম কাসেমী হাফিজাহুল্লাহ।


সম্মেলনের প্রধান আকর্ষণ ছিলেন দাওয়াতী মেহমান বিশিষ্ট শিক্ষাবিদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক সফল মন্ত্রী ড. আব্দুল মঈন খান। তিনি তাঁর বক্তব্যে বলেন, “ইসলামই শান্তির ধর্ম। মানুষকে আল্লাহভীরু হতে হবে, তাহলেই সমাজে ন্যায় ও মানবতা প্রতিষ্ঠিত হবে।”


প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা হাফেজ ফয়জুল্লাহ সন্দিপী, মহাপরিচালক মাদানী নগর মাদ্রাসা এবং মাওলানা মুফতি কামাল উদ্দীন শিহাব কাসেমী, প্রতিষ্ঠাতা পরিচালক ও শায়খুল হাদীস, জামিয়াতুল আনওয়ার, ঢাকা।


বিশেষ অতিথি ছিলেন শাইখুল হাদিস আল্লামা ইসমাইল নুরপুরী, মহাসচিব তানযীমুল মাদারিসিল ক্বাওমিয়া নরসিংদী; এবং হাফেজ মাওলানা শওকত হোসাইন সরকার, সভাপতি তানযীমুল মাদারিসিল ক্বাওমিয়া নরসিংদী।


এছাড়াও আলোচকবৃন্দ ছিলেন—

মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী মহাসচিব জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, মুফতি আব্দুল বাসেত খান সিরাজগঞ্জ,মুফতি জসিম উদ্দীন রহমানী ঢাকা,মুফতি কেফায়েতুল্লাহ আযহারী ঢাকা,মুফতি আব্দুর রাজ্জাক কাসেমী পাবনা ও মুফতি ইমরান হোসাইন কাসেমী ঢাকা।


বক্তারা বলেন, ইসলাম কেবল একটি ধর্ম নয়, এটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। সহিহ হাদিস ও কুরআনের আলোকে ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে তাকওয়া, সততা ও মানবিকতার চর্চা ছাড়া প্রকৃত শান্তি সম্ভব নয়। তাঁরা আল্লাহর প্রতি আনুগত্য ও নবীজির সুন্নাহর অনুসরণে সমাজ গঠনের আহ্বান জানান।


সম্মেলনে আল-খিদমাহ উলামা পরিষদের সদস্যবৃন্দ, উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম-খতিব, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও হাজারো ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।


শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।