lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
Last Updated 2025-10-18T04:07:39Z
রাজনীতি

পূর্বের ভুলত্রুটি শুধরে নিয়ে ধানের শীষে ভোট চাইলেন ব্যারিষ্টার নওশাদ জমির

Advertisement


 

সালাম মুর্শেদী (পঞ্চগড়) প্রতিনিধিঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড়ে 'ঘরে ঘরে, জনে জনে' কর্মসূচী শুরু করেছে জেলা বিএনপি। এরই ধারাবাহিকতায় শুক্রবার (১৭ অক্টোবর) রাতে গুঞ্জরমারিহাট উচ্চ বিদ্যালয় মাঠে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তোড়িয়া ও আলোয়াখোয়া ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত এক প্রচারণা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির।


প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার নওশাদ জমির বলেন, রাজনীতি ব্যবসা নয়। আমাদেরকে সে-ই ভাবে পথ চলতে হবে। এটাকে কেউ ব্যবসার অংশ হিসেবে দেখবেন না। আপনারা বর্তমানে আটোয়ারী উপজেলা তথা পঞ্চগড়ে 'ঘরে ঘরে, জনে জনে' যে কর্মসূচি চালাচ্ছেন সে-ই সাথে আরেকটি কথা মানুষকে বলবেন যে, রাজনৈতিক দল হিসেবে সব দলেরই কিছু না কিছু ভুলত্রুটি থাকতেই পারে। যদি আমাদের তথা বিএনপির কোনো ভুলত্রুটি থাকে তাহলে বাংলাদেশের মানুষ তথা আটোয়ারীর মানুষ আমাদের এই ভুলত্রুটিটাকে শুধরে নেওয়ার সুযোগ দেয়। আমরা ভবিষ্যতে আর ভুল করবনা। আমাদেরকে ভুলটা শুধরে নেওয়ার যেন এইবার সুযোগ দেওয়া হয়। 

তিনি বলেন, যদি আগামীতে বিএনপি ক্ষমতায় আসতে পারে তাহলে পঞ্চগড়ে সরকারি হোক বা বেসরকারি হোক একটি মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপন করা হবে। তিনি আরো বলেন, আমরা যদি ক্ষমতায় যাই তাহলে পঞ্চগড়ের ঘরে ঘরে একটা করে ছেলে বা মেয়ে দেশে কিংবা বিদেশে গিয়ে যেন কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে সেই লক্ষ্যে আমরা কাজ করব। এতোদিন পঞ্চগড়ে একটা প্রভাবশালী সিন্ডিকেট চা চাষীদের জিম্মি করে রেখেছিল। তারা সেখান থেকে মুনাফা পেতো। কারণ তারা জানতো যে তাদেরকে কখনো আইনের আওতায় আনা যাবেনা। 

কিন্তু ২৪ এর গণ-অভ্যুত্থানের পর সেই সিন্ডিকেট ভেঙ্গে গেছে। হাজারো চা চাষী আজ সে-ই সিন্ডিকেটের হাত থেকে মুক্তি পেয়ে চায়ের যথাযথ মূল্য পাচ্ছে। তাই দেশকে পুনঃগঠনের জন্য, সব ধরনের সিন্ডিকেট কেট ভেঙ্গে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট কামনা করেন তিনি। 


এসময় আটোয়ারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলালের সঞ্চালনায় উপজেলা বিএনপির সভাপতি এ.জেড.এম বজলুর রহমান জাহেদের সভাপতিত্বে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম এ মজিদ, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুর রহমান আব্দার, সাবেক সদস্য আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদিউজ্জামান মানিক ও বাবুল ইসলাম, সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল্লাহিল বাকি, সেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদ পারভেজ, তাঁতী দলের সভাপতি সোহেল রানা সরকার, তোড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, আলোয়াখোয়া ইউনিয়ন বিএনপির নজরুল ইসলাম সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।