Advertisement
হৃদয় হোসেন নিরব :
আজ পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের শ্রীপুর খতিব আব্দুল জাহিদ স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণ থেকে ফিলিস্তিনিদের পক্ষে এক বিশাল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
এই মানবিক ও ঐক্যবদ্ধ শোডাউনে অংশগ্রহণ করেন শ্রীপুর, পূর্ব রাঘবপুর, নতুন পাড়া, ফকিরপুর, নলদহ, দোগাছিসহ আশপাশের ৫-৬টি গ্রামের হাজারো মানুষ। স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শোডাউনটি পরিণত হয় এক মহাসমাবেশে।
অনুষ্ঠানে বক্তারা ফিলিস্তিনে চলমান ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়ে অবিলম্বে গাজায় গণহত্যা বন্ধের দাবি জানান। তারা বলেন, মুসলিম বিশ্বের ঐক্য ও মানবতার জাগরণই ফিলিস্তিনিদের মুক্তির একমাত্র পথ।
বক্তারা আরও বলেন, “ফিলিস্তিনের মানুষের প্রতি সমর্থন জানানো শুধু মুসলমানদের নয়, এটি মানবতার দায়িত্ব।” তারা বিশ্বনেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান, যেন অবিলম্বে নিরীহ শিশু ও নারী হত্যাযজ্ঞ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়।
শোডাউনের পুরো এলাকা ‘ফ্রি প্যালেস্টাইন’ ও ‘স্টপ জেনোসাইড ইন গাজা’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে। স্থানীয় তরুণ-যুবকরা ব্যানার, ফেস্টুন ও পতাকা হাতে অংশ নেন শোভাযাত্রায়।
অনুষ্ঠানের শেষে ফিলিস্তিনের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।