lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
Last Updated 2025-10-18T04:11:00Z
সংবাদ সম্মেলন

মাধবদীতে বড় ভাইয়ের বিরুদ্ধে পিতার সম্পত্তি যবরদখলের অভিযোগ ছোট ভাইয়ের

Advertisement


 

মুহাম্মদ মুছা মিয়া, মাধবদী (নরসিংদী) প্রতিনিধিঃ নরসিংদীর মাধবদী কেরারকান্দা গ্রামের মৃত আব্দুল আউয়ালের বড় ছেলে মোঃ আব্দুস সাত্তার বাবু ও তার দুই বোনের বিরুদ্ধে পিতার সম্পত্তি জোড়পূর্বক দখল ও মায়ের নামীয় দুইটি বাড়ি প্রতারণা করে লিখে নেওয়ার অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছেন ছোট ভাই মোঃ আবু সাইদ মাসুদ। আজ ১৬ অক্টোবর বেলা ১১টায় মাধবদীর কেরারকান্দা নিজ বাড়িতে সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন। এসময় মোঃ আবু সাইদ মাসুদের দুই ফুফুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের কাছে মোঃ আবু সাইদ মাসুদ দাবী করে বলেন, আমার পৈত্রিক সম্পত্তির ৪৯.৩৩ শতাংশ জমি আদর এন্ড আবীর এগ্রো ফার্মের নাম দিয়ে চারদিকে টিনের বেড়া দিয়ে চার বছর যাবত জোরপূর্বক দখল করে রেখেছে। সেখানে একটি হিংস্র বিদেশী জাতের কুকুর ছেড়ে দিয়েছে যাতে আমার জমিতে প্রবেশ করলে আক্রমন করতে পারে। হিংস্র এই কুকুরের ভয়ে আমরা নিরাপত্তাহীনতায় ভোগছি।

অন্যদিকে আমাদের মায়ের নামীয় বাড়ির জমি থেকে গোপনে ভুল তথ্য দিয়ে আমার অংশসহ বড় ভাই মোঃ আব্দুস সাত্তার বাবু খারিজ করে নেয়। বিষয়টি পরে আমি জানতে পেরে সহকারী ভূমি অফিস বরাবর মিস কেই করলে ঘটনা সত্য প্রমাণিত হওয়ায় সহকারী ভূমি কর্মকর্তা আমার ভাইয়ের খারিজ বাতিল করে আমার সম্পত্তি ফেরত দেয়।

এছাড়াও আমার দুই বোন, বড় ভাই ও তাহাদের স্বামীদের সহযোগীতায় আমার মায়ের নামীয় দুইটি বাড়ি প্রতারণা করে আমাকে বঞ্চিত করে নিজেদের নামে লিখে নেয়। যা পরে এলাকাবাসী নিয়ে ফয়সালা করে ফেরত দেওয়ার কথা থাকলেও এখনো ফেরত দিচ্ছেনা। এমতবস্থায় আমার পিতা ও মাতার সকল সম্পত্তির নায্য হিস্যা আমি ফেরত চাই।

এসময় উপস্থিত তাদের দুই ফুফ ুমোঃ আব্দুস সাত্তার বাবুর প্রতি আহ্বান করে বলেন, তোমরা নিজেদের মধ্যে ঝামেলা না করে মাসুদের সম্পত্তি দিয়ে দাও।