lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
Last Updated 2025-10-27T09:15:26Z
ব্রেকিং নিউজ

আটোয়ারীর ঐতিহ্যবাহী আলোয়াখোয়া রাশ মেলার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

Advertisement


 

সালাম মুর্শেদী, (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারীর ঐতিহ্যবাহী আলোয়াখোয়া রাশ মেলার আয়োজন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ওই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এসময় সর্ব সম্মতিক্রমে উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান আলী'কে আলোয়াখোয়া রাশ মেলার সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। 


পঞ্চগড় জেলা প্রশাসক মোঃ সাবেত আলীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম সরকার জুয়েল, আলোয়াখোয়া রাশ মেলার নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ শাহাজাহান আলী, উপজেলা বিএনপির সভাপতি এ.জেড.এম বজলুর রহমান জাহেদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল, উপজেলা এনসিপি'র আহবায়ক জয়নউদ্দীন, উপজেলা জামায়াতের আমির মোঃ ইউনূস আলী খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 


উল্লেখ্য, মেলা আগামী ২০ নভেম্বর উদ্বোধনের সম্ভাব্য তারিখ ঘোষণা করেন জেলা প্রশাসক। ২০ নভেম্বর উদ্বোধন হয়ে চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত৷ তবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার উপর ভিত্তি করে মেলার সমাপ্তির তারিখ বাড়তে পারে, না হলে ১৩ ডিসেম্বর শেষ হবে বলে নিশ্চিত করেন জেলা প্রশাসক মোঃ সাবেত আলী। 


এ বছর মেলায় বিভিন্ন ধরনের পণ্যের স্টলগুলো থাকবে যা বড় আকর্ষণ হয়ে উঠবে। গ্রামীণ হস্তশিল্প থেকে শুরু করে আন্তর্জাতিক ব্র্যান্ডের পণ্য, সবই এখানে পাওয়া যাবে এ মেলায়। পোশাক, গয়না, মৃৎশিল্প, পেইন্টিং, কাঠের কাজ এবং স্থানীয় কুটির শিল্পের পণ্যগুলো মেলার স্টলে সমানভাবে বিক্রি হবে। এছাড়া খাদ্য স্টলগুলোতে স্থানীয় ঐতিহ্যবাহী খাবার যেমন ফুচকা, চটপটি, পিঠা, জিলাপি, চা-কফি এবং স্ন্যাক্স পাওয়া যাবে, যা দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ সৃষ্টি করবে। এছাড়াও দেশি-বিদেশি গরু, মহিষ, ছাগলেরও হাট বসবে এ মেলায়।


এছাড়াও বছরের মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিনোদনমূলক আয়োজনেরও কোনো কমতি থাকবেনা। নাগরদোলা, মিনি ট্রেন এবং ছোটদের জন্য অন্যতম আকর্ষণীয় আয়োজন থাকবে। এছাড়া, সার্কাস, ম্যাজিক শো এবং পুতুলনাচের আয়োজনও থাকতে পারে এবারের মেলায়।