Advertisement
আলমগীর হুসাইন অর্থ :
পাবনায় ট্রাকের চাপায় তাসনিয়া ও তোহা নামের দুই স্কুল শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। এঘটনায় আরও একজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) সকালে পাবনা সদর উপজেলার ঢাকা পাবনা মহাসড়কের বাঙ্গাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তাসনিয়া, তোহা ও ভ্যান চালক আকরামের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে দুই শিক্ষার্থী পাবনার জালালপুরস্থ পাবনা ক্যাডেট কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুল শিক্ষার্থীদের নিয়ে একটি ভ্যান পুষ্পপাড়া থেকে জালালপুরের দিকে আসছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা বাঁশবোঝায় একটি ট্রাক ভ্যানের ওপরে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই দুই শিক্ষার্থী ও ভ্যান চালক নিহত হন। এঘটনায় আহত সদর উপজেলার মধুপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে সাদ হোসেনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনা সদর থানার উপপরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান বলেন, আমরা ঘটনাস্থলেই আছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে।এবিষয়ে পরে বিস্তারিত বলা যাবে।


