Advertisement
আলমগীর হুসাইন অর্থ :
সাঁথিয়া'য় হত্যার উদ্দেশ্যে পরিকল্পিত ভাবে কিশোর বালকের হামলা, ছুরিকাঘাত করে তার নিকট থাকা আইফোন ও পিতার ব্যবসায়িক লেনদেনের অর্থ ছিনতাই এর ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত কিশোর মিতুল (১৫) কে কাশিনাথপুর পপুলার হাসপাতাল, পাবনা জেনারেল হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হলেও তার অবস্থা সংকটাপন্ন। এদিকে বর্বরোচিত হামলার মাধ্যমে হত্যা চেষ্টা ও ছিনতাইয়ের ঘটনায় সাঁথিয়া থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী কিশোর মিতুলের পিতা সেরাজুল ইসলাম।
হামলার শিকার কিশোর মিতুলের পিতা সেরাজুল বলেন, চায়ের দোকানদার স্বপনের ছেলে সৌরভ ও শান্ত গত ০৭ অক্টোবর রাত আনুমানিক ৮:৩০ মিনিটে কাশিনাথপুর ফায়ার সার্ভিস এলাকায় আমার ছেলে মিতুল কে হত্যার উদ্দেশ্যে হামলা করে। এসময় তারা আমার ছেলের বুকে, হাতে,পায়ে চাকু দ্বারা আঘাত করে তার নিকট থাকা আইফোন ও আমার ব্যবসা প্রতিষ্ঠানের সারাদিনের বেচাকেনার ২৫ হাজার টাকা ছিনতাই করে নিয়ে। বর্তমানে আমার ছেলের অবস্থা সংকটময়, আমি এই সন্ত্রাসীদের দৃষ্টান্ত মুলক শাস্তি চাই।
এবিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, থানায় মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।