lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
Last Updated 2025-10-17T04:13:24Z
আইন শৃঙ্খলা

নওগাঁ পোরশা উপজেলার বেজোরা বাজারে ১৯ টি দোকান ঘরে ডাকাতি: পরিদর্শনে পুলিশ সুপার

Advertisement


 

পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ 

নওগাঁর পোরশা উপজেলার বিভিন্ন স্থানে প্রায় রাতেই হচ্ছে ডাকাতি। ডাকাতি বন্ধে প্রশাসনের নেই কোন ভূমিকা। প্রতিনিয়ত চারিদিকে ডাকাতি হওয়ার ঘটনায় আতঙ্কে রয়েছেন এলাকাবাসী।

গতকাল  দিবাগত রাতে উপজেলার সারাইগাছী-আড্ডা আঞ্চলিক মহাসড়কের মোশানতলা মোড় হতে বন্ধুপাড়া মোড় পর্যন্ত ৫ কিলোমিটারের মধ্যে তিনটি স্থানে ডাকাতরা গাছ ফেলে পথরোধ করে বিভিন্ন যানবাহনে ডাকাতি করে। একই রাতে এই ৫ কিলোমিটারের মধ্যে বেজোড়া মোড়ের ৩ নাইট গার্ড ২ দোকানদারকে অস্ত্রের মুখে জিম্মি করে ১৯টি দোকানের টাকা সহ সমস্ত মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাতদল।

 ঘটনাস্থল   পরিদর্শন করলেন নওগাঁ জেলা পুলিশ সুপার মোঃসাফিউল সারোয়ার বিপিএম এসময় উপস্থিত ছিলেন সাপাহার সার্কেল শ্যামলী রানী। এর আগে গত রবিবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত এক ঘণ্টা ডাকাতির ঘটনাটি ঘটেছে সারাইগাছী-আড্ডা সড়কের মোশানতলা মোড়ে। সেখানে একটি গাছ ফেলে উভয় দিক থেকে আসা বিভিন্ন যানবাহনের পথ রোধ করে যাত্রীদের অস্ত্রের ভয় দেখিয়ে টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোনসহ কাছে থাকা সমস্ত মালামাল নিয়ে নেয় ডাকাতদল। মালামাল দিতে না চাইলে মেরে গুরুতর আহত করে প্রায় ২০ জনকে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

জানা যায়, ডাকাতরা সড়কে গাছ ফেলে যানবাহনের পথরোধ করে অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রীদের নিকট থেকে সর্বস্ব লুট করে নিচ্ছে। বাজার ও মোড়ের দোকানপাটের তালা ভেঙে দোকানে থাকা মালামাল লুট করে নিচ্ছে। রাতের বেলা ব্যবসায়ীরা বাড়ি ফেরার পথে পথরোধ করে অস্ত্রের ভয় দেখিয়ে কাছে থাকা টাকা ও মোবাইল নিয়ে নিচ্ছে। পোরশা উপজেলায় ডাকাত আতঙ্কে রাত কাটছে ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের। সন্ধ্যা হলেই কোন যানবাহন এই পথে চলতে চায় না বিপাকে পড়েন যাত্রীরা।

এলাকাবাসীর অভিযোগ, উপজেলার মোশানতলা মোড়ে অনেক দিন ধরেই ডাকাতির ঘটনা ঘটে আসছে। ডাকাতি হয় সন্ধ্যা থেকে রাতভর। অথচ ডাকাতি বন্ধে পুলিশ প্রশাসনের কোন ভূমিকা নেই। বিশেষ করে থানা পুলিশের ভূমিকা দেখে হতাশ এলাকাবাসী। মোশানতলা মোড়ে ডাকাতি হয়, আর ঐ সময়ে পুলিশ বসে থাকে মোশানতলা থেকে দুই কিলোমিটার দূরে সারাইগাছী বাজারে। ডাকাতি শেষে হলে পুলিশ এসে হাজির হয়।