lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
Last Updated 2025-09-19T12:24:09Z
আইন ও অপরাধ

পাবনার আমিনপুরে অভিনব কায়দায় ১মাসে ৫টি বাড়িতে চুরি

Advertisement



নিজস্ব প্রতিনিধি: 

১৭ ই সেপ্টেম্বর  একটি বাড়িতে অভিনব কায়দায় চুরি হয়েছে।  ঘটনাটি ঘটেছে পাবনার আমিনপুর থানার পুরান ভারেঙ্গা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মৃত হাজী মোহাম্মদ আলীর ছেলে কেএম আব্দুল্লাহ এর বাড়িতে। মোঃ আব্দুল্লাহ জানায় ১৬ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখ সন্ধ্যা সাতটায় আমার স্ত্রী সন্তানসহ শ্বশুরবাড়িতে বেড়াতে যাই। পরদিন সকালে বাড়িতে এসে চাবি দিয়ে দরজা খুলতে গেলে লক্ষ করে দেখি দরজা ভিতর থেকে আটকানো। আমার আপন ভাই সহ আশেপাশের লোকজন বিষয়টি অনুসন্ধান করে জানালার থাই গ্লাস টান দিয়ে দেখতে পাই  জানলার তিনটি রড ভাঙ্গা ঘরের মধ্যে একটা বাচ্চা প্রবেশ করে লক খুলে দিলে আমরা ঘরের মধ্যে প্রবেশ করে দেখতে পাই কাপড়চোপড় আসবার পত্র সব ছড়ানো ছিটানো অবস্থায় রয়েছে এবং আমার ঘরে থাকা পাঁচ ভরি স্বর্ণ ও রুপার গহনা এবং  নগদ ২৫ হাজার টাকা চুরি হয়েছে। তিনি আরো জানান এলাকার মাদক সেবীরা মাদকের টাকা জোগাড় করতে চুরির সাথে সম্পৃক্ত থাকতে পারে। এ বিষয়ে আমিদপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। এলাকার জনগণ জানান গত কয়েকদিনে এলাকায় ৫/৬ টি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। পুলিশ এখনো চোর সনাক্ত করতে পারেনি।

 সহকারী পুলিশ সুপার (বেড়া সার্কেল) আবুল কালাম আজাদ জানান অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ তদন্ত সাপেক্ষে দোষীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।।