lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
Last Updated 2025-09-13T05:03:45Z
মানববন্ধন

আমিনপুরে আওয়ামীলীগ নেতা কর্তৃক টেন্ডারবাজির মাধ্যমে বিলগাজনা জলমহল দখলের প্রতিবাদে মানববন্ধন

Advertisement


  



আলমগীর হুসাইন অর্থ:

পাবনার আমিনপুরে রানীনগর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আতাউর রহমান চুন্নু  কর্তৃক  অবৈধভাবে টেন্ডারবাজির মাধ্যেমে বিলগাজনা জলমহল  দখলের প্রতিবাদে মানববন্ধন করেছে রানীনগর ইউনিয়নের মৎস্যজীবি সহ সর্বস্তরের জনগণ। শুক্রবার (১২ সেপ্টেম্বর)  বিকেলে রানীনগর ইউনিয়নের  বাদাই বাজারে  এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 




মানববন্ধনে উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন রানীনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রবিউল আওয়াল টিপু, সুজানগর উপজেলা যুবদলের সদস্য আনিসুর রহমান আজু,রানীনগর ইউনিয়ন বিএনপি নেতা মোস্তফা জগলুল, রানীনগর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক উজ্জ্বল হোসেন, রানীনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জিএম সৌরভ মাহফুজ অনিন্দ,রানীনগর ইউনিয়ন বিএনপি নেতা সিরাজুল ইসলাম মোল্লা, রানীনগর ইউনিয়ন যুবদল নেতা শহিদুল ইসলাম মোল্লা  প্রমুখ। 



এসময় বক্তারা বলেন,আতাউর রহমান চুন্নু একজন ইউনিয়ন আওয়ামীগলীগ নেতা। সে সন্ত্রাসী কায়দায় টেন্ডারবাজীর মাধ্যমে জলমহল  দখল করে প্রকৃত মৎস্যজীবিদের প্রবেশাধিকার নিষিদ্ধ করেছে। এতে ক্ষতিগ্রস্থ হয়ে মানবেতর জীবনযাপন করছে মৎস্যজীবি সম্প্রদায়। অনতিবিলম্বে চুন্নু' র লিজ বাতিল করে জলমহলটি মৎস্যজীবিদের জন্য উন্মুক্ত করতে জেলা প্রশাসক পাবনা ও সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেন তারা।