Advertisement
আল আমিন হোসেন, পাবিপ্রবি:
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) নগর ও অঞ্চল পরিকল্পনা (ইউআরপি) বিভাগে উৎসবমুখর পরিবেশে ইউআরপি এসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদ-২০২৫–২৬ এর নির্বাচন সম্পন্ন হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিভাগের অফিস কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে এসে তাঁদের মূল্যবান ভোট প্রদান করেন। শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষে বিকেল ৪টা ৩০ মিনিটে ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণার পর পুরো বিভাগে আনন্দ ও উদ্দীপনার পরিবেশ বিরাজ করে।
নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যরা হলেন:সহ-সভাপতি-১ মোঃ ফয়সাল আহমেদ, সহ-সভাপতি-২ মোসাব্বির আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক মোঃ সালমান খান নয়ন, সহ-সাধারণ সম্পাদক শেখ মাহিন শাহরিয়ার, যুগ্ম সম্পাদক-১ মোর্শেদ আহমেদ রাহাত, জনসংযোগ সম্পাদক মোঃ হাসান মাহমুদ, গবেষণা ও প্রকাশনা সম্পাদক প্লাবন কুমার সাহা, নারী বিষয়ক সম্পাদক তাজকিয়া আহমেদ, ক্রীড়া সম্পাদক শামীম মিয়া, সাংগঠনিক সম্পাদক-১ মোঃ লিখন হোসাইন, যুগ্ম সম্পাদক-২ মোঃ আশিকুজ্জামান, অনুষ্ঠান ব্যবস্থাপনাবিষয়ক সম্পাদক মোঃ রাসিদুল হাসান, মিডিয়া ও যোগাযোগ সম্পাদক মোঃ আল-আমিন, সহকারী গবেষণা ও প্রকাশনা সম্পাদক মোঃ ইয়ানুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক হাসনাত আল-সাদিক, সহ-নারী বিষয়ক সম্পাদক আয়েশা হোসাইন, সাংগঠনিক সম্পাদক-২ মোঃ আব্দুর রাজ্জাক, সহকারী ক্রীড়া সম্পাদক-১ সাজ্জাদ আহমেদ ফাহিম, সহকারী ক্রীড়া সম্পাদক-২ মোঃ আব্দুল্লাহ বিন সায়েদ ইফতি, সহকারী মিডিয়া ও যোগাযোগ সম্পাদক লিখন বিন সুলতান, সহকারী অনুষ্ঠান ব্যবস্থাপনাবিষয়ক সম্পাদক-১ মোর্শেদ আলম, সহকারী সাংস্কৃতিক সম্পাদক-১ রুকাইয়া রেজা, সহকারী ক্রীড়া সম্পাদক-৩ মহিদুল ইসলাম, সহকারী অনুষ্ঠান ব্যবস্থাপনাবিষয়ক সম্পাদক-২ পরিমল চন্দ্র রায়, সহকারী সাংস্কৃতিক সম্পাদক-২ পার্থ আচার্য, কার্যনির্বাহী সদস্য-১ আবু সাদাত মোঃ সাইফুল্লাহ সাইফ এবং কার্যনির্বাহী সদস্য-২ মোঃ আহাসানুল হক রিয়াল।
ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানান বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. আশরাফুজ্জামান প্রামানিক, সহকারী অধ্যাপক কামরুল হাসান কনক এবং প্রভাষক সাইমুন্নাহার রিতু।
বিভাগের চেয়ারম্যান ড. আশরাফুজ্জামান প্রামানিক বলেন,বিভাগের কার্যক্রম গতিশীল রাখতে নবনির্বাচিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সকলে মিলে সৌহার্দ্যপূর্ণভাবে কাজ করবে।”
নবনির্বাচিত সাধারণ সম্পাদক সালমান খান নয়ন বলেন,“বিভাগের সকল শিক্ষার্থীর সুবিধা-অসুবিধা নিয়ে আমরা কাজ করবো। সকলে মিলে একটি পরিবার হয়ে থাকবো এবং বিভাগের সকল কার্যক্রমে সকলের অংশগ্রহণ নিশ্চিত করবো।”
আগামী এক বছর বিভাগের বিভিন্ন উন্নয়নমূলক ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে নবনির্বাচিত কমিটি।